শাহাজাদপুর-সুন্দলপুর গ্যাস ক্ষেত্রের ৩ নম্বর কূপে মিলেছে গ্যাস, টেস্টিং কার্যক্রম শুরু

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ১০ মার্চ ২০২৪, ০০:১৩ | প্রকাশিত : ১০ মার্চ ২০২৪, ০০:১০

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চার কাঁকড়া ইউনিয়নে অবস্থিত শাহাজাদপুর-সুন্দলপুর গ্যাস ক্ষেত্রের ৩ নম্বর কূপে গ্যাসের সন্ধান মিলেছে।

গত বছর নভেম্বরে শুরু হওয়া খননকাজ শেষ হয়ে এখন চলছে ডিএসটি টেস্টের কাজ। প্রাথমিকভাবে কূপের তিনটি জোনে গ্যাসের অস্তিত্ব মিলেছে। ডিএসটি টেস্ট শেষে এখানে কী পরিমাণ গ্যাস মজুদ রয়েছে তা জানা যাবে বলছে বাপেক্স।

শনিবার দুপুরে কূপটির সর্বনিম্ন স্তরের (লোয়ার জোন) ডিএসটি টেস্ট শুরু করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাংলাদেশ পেট্রোলিয়ম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) এর প্রকল্প পরিচালক প্রিন্স মো. আল হেলাল বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের খনন কার্যক্রম শেষ হয়েছে। আজ থেকে পরীক্ষামূলক ডিএসটি টেস্টের কার্যক্রমও আমরা শুরু করেছি। এখন চলছে লোয়ার জোনের টেস্ট। কূপটি মোট হাজার ৩৮৫ মিটার গভীর করে খনন করা হয়েছে। যার মধ্যে লোয়ার জোন হাজার ৪১ মিটার থেকে হাজার ৪৬ মিটার। এখন হাজার ৫৭ মিটার থেকে হাজার ৬৪ মিটার পর্যন্ত টেস্ট কার্যক্রম চলছে। এরপর অপর দুটি জোনের টেস্ট কার্যক্রম চালু করা হবে। ডিএসটি টেস্টের পরেই এখানে মোট গ্যাসের মজুদের পরিমাণ জানা যাবে।

বাপেক্সের চরকাঁকড়া নম্বর কূপের ড্রিলিং ইনচার্জ মো. আসাদুজ্জামান বলেন, আমাদের টার্গেট ছিল এখান থেকে প্রতিদিন ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ করতে পারবো। তবে লোয়ার জোনে গ্যাসের অবস্থা দেখে মনে হচ্ছে আমরা আরও ভালো গ্যাস আশা করতে পারি। বাকি দুটি জোনের টেস্ট শেষে মোট গ্যাসের মজুদ সম্পর্কে নিশ্চিত হতে পারবো।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের জানুয়ারি নোয়াখালীর কোম্পানীগঞ্জের শাহাজাদপুর-সুন্দলপুর গ্যাসক্ষেত্রটির ১নং কূপ উৎপাদনের যাবার পর আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন।

(ঢাকাটাইমস/০৯মার্চ/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

ইসলামী ব্যাংক-ট্রান্সফাস্ট রেমিট্যান্স ক্যাম্পেইন: গাড়ি ও ৩০ লাখ টাকার পুরস্কার বিতরণ

আশকোনায় দি প্রিমিয়ার ব্যাংকের হজ বুথ উদ্বোধন 

কৃষকদের আর্থিক সহায়তা দিল সাউথইস্ট ব্যাংক

ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

সোনালী ব্যাংকের শুদ্ধাচার বাস্তবায়ন সংক্রান্ত নৈতিকতা কমিটির সভা অনুষ্ঠিত

সেবা প্রত্যাশী টার্গেট গ্রুপের সঙ্গে বিএইচবিএফসি’র মতবিনিময় সভা

টেকসই অনুশীলনের মাধ্যমে প্রবৃদ্ধির হটস্পট হিসেবে আবির্ভূত হচ্ছে দেশ: শিল্পমন্ত্রী

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন‌্য নতুন প্রডাক্ট চালু করেছে জনতা ক্যাপিটাল

গ্রামীণফোন এবং টিভিএস অটো বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক

এসবিএসি ব্যাংকের ১১তম বর্ষপূর্তিতে স্মার্ট ব্যাংকিং সার্ভিস উদ্বোধন

এই বিভাগের সব খবর

শিরোনাম :