পরকীয়ার জেরে স্বামীকে হত্যা, স্ত্রীসহ দুজনের মৃত্যুদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ১১ মার্চ ২০২৪, ১৫:২৭ | প্রকাশিত : ১১ মার্চ ২০২৪, ১৫:২২

জয়পুরহাটে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা মামলায় স্ত্রীসহ দুজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। সোমবার বেলা সাড়ে ১১টায় অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর দুর্গাপুর গ্রামের মোখলেছার রহমানের মেয়ে জোসনা বেগম ও দাশরা খানপাড়ার বুলু মিয়ার ছেলে শাহিন মিয়া বাবু।

মামলার বিবরণে জানা গেছে, আক্কেলপুর উপজেলার ইসমাইলপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে জামিরুল ইসলাম তার স্ত্রী জোসনা বেগমকে নিয়ে শ্বশুর বাড়ি ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর দুর্গাপুর গ্রামে ঘরজামাই থাকতেন। এক পর্যায়ে স্ত্রী জোসনা বেগমের সাথে একই উপজেলার আটিদাশরা গ্রামের বুলুর ছেলে শাহিন মিয়া বাবুর সাথে অবৈধ প্রেমের সম্পর্কে গড়ে ওঠে। বিষয়টি জোসনার স্বামী জামিরুল জানতে পারলে এ নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে দ্বন্দ্ব হয়। এরই জেরে পরিকল্পিতভাবে জোসনা ও তার প্রেমিক মিলে ২০১৫ সালের ৯ নভেম্বর বিকাল ৩টায় জামিরুলকে শ্বাসরোধে হত্যা করে। ওই ঘটনায় নিহতের চাচা ছানাউল ইসলাম বাদী হয়ে ওই দিনই ক্ষেতলাল থানায় মামলা করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ নজরুল ইসলাম ২০১৬ সালের ২ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটির দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।

(ঢাকা টাইমস/১১মার্চ/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :