ঝিনাইদহে সুরের মূর্ছনায় দর্শক মাতালেন পশ্চিমবঙ্গের দুই শিল্পী
ঝিনাইদহে শিল্পকলা একাডেমী মিলনায়তনে সুরের মূর্ছনায় দর্শকদের মুগ্ধ করলেন পশ্চিমবঙ্গের দুই শিল্পী।
রবিবার রাতে বাংলাদেশ গণশিল্পী সংস্থা ঝিনাইদহের আঞ্চলিক শাখার উদ্যোগে এ শাস্ত্রীয় সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়।
তবলা লহড়া, খেয়াল, ঠুমরী ও বিভিন্ন ঘরনার ধ্রুপদি সংগীত পরিবেশন করেন ভারতের পশ্চিমবঙ্গের শাস্ত্রীয় সংগীত শিল্পী পন্ডিত শুভ্রাংশু চক্রবর্তী ও পন্ডিত শ্যামসুন্দর গোস্বামী। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ কেশব চন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. বিএম রেজাউল করিম, একই কলেজের অধ্যক্ষ প্রফেসর অশোক কুমার মৌলিক, অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্র নাথ রায় ও সংগীতজ্ঞ অজয় দাসসহ অন্যরা। সংগীত সন্ধ্যার সঞ্চালনায় ছিলেন ঝিনাইদহ গণশিল্পী সংস্থার সভাপতি উপাধ্যক্ষ আব্দুস সালাম। অনুষ্ঠানে স্থানীয় সংগীত শিল্পীরাও তাদের সংগীত পরিবেশন করেণ।
(ঢাকাটাইমস/১১মার্চ/এআর)