স্ট্রেচারে মাঠ ছাড়লেন মুস্তাফিজ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ মার্চ ২০২৪, ১৪:২৪
অ- অ+

শ্রীলঙ্কার বিপক্ষে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডের পর দল থেকে বাদ পড়েন পেসার মুস্তাফিজুর রহমান। জে ফর্মের কারণে ভুগতে থাকা মুস্তাফিজ অবশ্য এক ম্যাচ পরেই ফিরেছেন দলে। তানজিম সাকিবের ইনজুরিতে দলে ফিরে এদিন অবশ্য দারুণ বোলিং করছিলেন। তবে নিজের বোলিং কোটা পূরণ করার আগেই মাঠ ছাড়তে হলো তাকে।

ম্যাচের ৪৮তম ওভারে নিজের স্পেলের শেষ ওভার করতে আসেন মুস্তাফিজ। একটা বল করেছিলেন বটে। সেটা ছিল ওয়াইড। পরের বল করতে এসে রান আপের মধ্যেই আটকে যেতে হয়। পরে আবার চেষ্টা করেও আর পারেননি। জাকের আলী ও এনামুল হকের কাঁধে ভর দিয়ে স্ট্রেচারে ওঠেন তিনি। সেভাবেই মাঠ ছাড়লেন এই পেসার।

ধারণা করা হচ্ছে, চট্টগ্রামের তীব্র গরমে ক্র্যাম্পজনিত কারণেই সমস্যায় ভুগতে হয়েছে মুস্তাফিজকে। এর আগে, নিজের নবম ওভার করতে এসেও শরীরের ভারসাম্য হারিয়েছিলেন ফিজ। সে দফায় অবশ্য নিজেই উঠে দাঁড়িয়েছিলেন। এমনকি মাঠও ছেড়েছিলেন সে দফায়।

চট্টগ্রামে আগের দুই ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল দিবা-রাত্রির সূচিতে। তৃতীয় ম্যাচ চলছে দিনের সূচিতে। প্রচণ্ড গরমের মাঝেই খেলতে হয়েছে বাংলাদেশকে। এই মুহূর্তে চট্টগ্রামের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। গরমের সঙ্গে পাল্লা দিতে না পেরে বেশ ভুগতে হয়েছে বাংলাদেশকে। ফিল্ডিং করতে গিয়ে আঘাত পেয়েছিলেন মুশফিক নিজেও। সবমিলিয়ে প্রথম ইনিংসে বোলিং ভালো হলেও বাংলাদেশকে সময় কাটাতে হয়েছে উদ্বেগের মাঝে।

উল্লেখ্য, প্রথম ওয়ানডে জিতে সিরিজে লিড নিয়েছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচেই ঘুরে দাড়ায় লঙ্কানরা। তাই আজকের ম্যাচটা দুই দলের জন্য সমান। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশকে জয়ের পথে কিছুটা হলেও এগিয়ে দিয়েছেন বোলাররা। বিশেষ করে পেসাররা নতুন বলে দ্রুত উইকেট তোলে বড় জুটি গড়তে দেননি লঙ্কানদের। তবে এদিন ব্যতিক্রম ছিলেন জানিথ লিয়ানাগে। তিনি এক প্রান্ত আগলে রেখে দুর্দান্ত ব্যাটিং করেছেন। তার অপরাজিত সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ১০ উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ১০১ রান করেছেন লিয়ানাগে। বাংলাদেশের হয়ে ৪২ রানে ৩ উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ।

(ঢাকাটাইমস/১৮মার্চ/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে বাজার দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি কর্মী নিহত  
Celebrating Mother’s Day: A Tribute to the Strength and Love of Working Mothers
বিদেশি বিশেষজ্ঞ এনে সংস্কারসহ পুঁজিবাজার উন্নয়নে পাঁচ নির্দেশনা প্রধান উপদেষ্টার
‘সীমান্তে পুশইন নিয়ে সরকার নীরব, কোথায় পাওয়ারফুল খোদা বখস: রিজভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা