আজ রাতে ফিলিস্তিনের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ মার্চ ২০২৪, ১২:৫১
অ- অ+

২০২৬ বিশ্বকাপ ও ২০২৭ এশিয়ান কাপ বাছাইয়ে ‘আই’ গ্রুপের খেলায় আজ রাতে ফিলিস্তিনের মুখোমুখি হবেন জামাল ভুঁইয়ারা। বন্ধুপ্রতিম দুই রাষ্ট্রের ম্যাচে প্রতিপক্ষকে রুখে দেয়ার পরিকল্পনায় টিম টাইগার্স। পাল্টা আক্রমণে সফল হয়ে হাভিয়ের ক্যাবরেরার শিষ্যদের রয়েছে অভাবনীয় জয়ের বাসনাও!

কুয়েতের জাবেদ আল-আহমেদ আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায়। অ্যাওয়ে ম্যাচে নিজেদের উপর আস্থা রেখে র‍্যাঙ্কিংয়ে ৮৬ ধাপ এগিয়ে থাকা ফিলিস্তিনের সঙ্গে বিশেষ কিছু করে দেখানোর সরাসরি বার্তা দিয়ে রাখলেন লাল-সবুজের দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

দুই দলের আগের ছয় দেখায় পাঁচবারই জিতেছে ফিলিস্তিন। দুই দলের প্রথম দেখা হয়েছিল ঢাকায়, ২০০৬ সালে। এএফসি চ্যালেঞ্জ কাপের প্রথম ম্যাচে ফিলিস্তিনকে ১-১ গোলে রুখে দেওয়ার পর এখন পর্যন্ত ফিলিস্তিনকে হারাতে পারেনি বাংলাদেশ। তাই আজকের ম্যাচে জয়ের বিকল্প কিছু ভাবছেনা বাংলাদেশ।

ম্যাচের ভেন্যুতে বুধবার রাতে অনুশীলন সেরে নেয় দুদল। এদিন সংবাদ সম্মেলনে জামালের সঙ্গে হাজির হন প্রধান কোচ হাভিয়ের ক্যাবরেরা। গুরু-শিষ্যর কন্ঠে ছিল আশার পালে হাওয়া লাগানো আত্মবিশ্বাস। ইতিবাচক ফল আসা নিয়েই ছিল তাদের আশাবাদ।

এএফসি এশিয়ান কাপে শেষ ষোলোতে খেলে তাক লাগিয়ে দেয় যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন। সেই বাস্তবতাকে মাথায় রেখে জামাল বলেন,‘অবশ্যই এটা আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ। সম্প্রতি ফিলিস্তিন দারুণ পারফর্ম করছে। যদিও আমাদের নিজেদের উপর বিশ্বাস আছে। নিজেদের সেরাটা দেয়ার লক্ষ্য থাকবে। অবশ্যই কালকের (আজ) ম্যাচ সহজ হবে না। তবে নিজেদের প্রতি আস্থা রাখতে হবে যে, বিশেষ কিছু করতে পারি। ইতিবাচক ফলাফলের জন্যই এগিয়ে যাব।’

‘আমরা ২ মার্চ থেকে ক্যাম্প শুরু করেছিলাম। এটা লম্বা সময় ধরেই ছিল। কাল আমাদের ম্যাচে নিজেদের খেলাটা দেখাতে হবে। সবাই পরিশ্রম করেছি। প্রত্যেকে নিজেদের কাজটা ঠিকঠাক করেছে। কাল মাঠে আমাদের খেলাটা দেখাতে হবে, যাতে দিনটা আমাদের হয়।’

ইসরায়েলের সামরিক আগ্রাসনের ফলে ফিলিস্তিনে চলছে মানবিক সংকট। বেঁচে থাকার লড়াইটাই যাদের করতে হয় নিয়মিত, সেই দেশের ফুটবলাররা নিজ দেশে খেলতে পারছেন না হোম ম্যাচ। জামাল ভূঁইয়াকে বিষয়টি মর্মাহত করলেও ম্যাচকে ঘিরেই যে দলের সবার মনোযোগ, সেটি সাফ জানিয়ে রাখলেন। কুয়েতের মাঠে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি ও সমর্থন পাওয়ার প্রত্যাশার কথাও বিনয়ের সঙ্গেই বলেন।

‘আমরা সবাই দেখছি যুদ্ধ চলছে। সবাই বিষয়টা নিয়ে মর্মাহত। তবে আমাদের মাঠের ফুটবলেই নিজেদের কাজটা করার ব্যাপারেই মনোযোগ রাখতে হবে। ফুটবল মাঠের বাইরে কী ঘটছে, সেসব নিয়ে নয়।’

‘বাংলাদেশ আমার দেশ। আমি জানি কুয়েতে অনেক বাংলাদেশি আছেন। আমি চাই, উনারা এসে সমর্থন দিক। ফিলিস্তিনের পরিস্থিতির জন্য তাদের অন্য কোনো দেশ সমর্থন করতে পারে। কিন্তু আমার মানুষরা আমার দেশকে সমর্থন দিয়ে যাক।’

গত এক বছরে বাংলাদেশ দলের পারফরম্যান্সে ইতিবাচক দিক লক্ষণীয় ছিল। সাফ চ্যাম্পিয়নশিপে খেলেছিল সেমিফাইনাল। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম রাউন্ডে মালদ্বীপকে হারিয়ে দেয়। দ্বিতীয় রাউন্ডে অপেক্ষাকৃত শক্তিশালী লেবাননের সঙ্গে ঘরের মাঠে করেছিল ড্র। সেসব নিকট অতীত সামনে তুলে এনে ভালো ফলাফল আসতে পারে, এমন ইঙ্গিত দেন ক্যাবরেরা।

‘স্কোয়াডে অনেক খেলোয়াড়, এখানে ভারসাম্য আনার চেষ্টা করা হয়েছে। সিনিয়রদের সঙ্গে তরুণ প্রতিভাবান খেলোয়াড়ও রয়েছে। সৌদি আরবে ভালো একটা ক্যাম্প করে এখানে আমরা এসেছি। সুদানের বিপক্ষে ম্যাচে অনুশীলনটা ভালোভাবেই হয়েছে। কুয়েতে দারুণ আতিথেয়তা ও সুবিধা পাচ্ছি। আমরা বিশ্বাস করি খেলায় ইতিবাচক মুহূর্ত রাখতে পারবো।’

‘প্রতিপক্ষের শক্তিমত্তা নিয়ে আমরা বাস্তব চিন্তার মাঝেই আছি। গত জানুয়ারিতে এশিয়ান কাপে কেমন করেছে, তা জানি। তবে আমাদের শক্তিশালী ও উপরের র‍্যাঙ্কিংয়ের দলের সাথে ভালো পারফরম্যান্স রয়েছে। সেটা খুব বেশি আগের কথা নয়। তাই আমরা বিশ্বাস রাখছি, সেই পন্থাতেই আমরা কাল ফিলিস্তিনের মুখোমুখি হবো। আশা করি, ইতিবাচক ফল আসবে।’

আজকের ম্যাচে চোট সমস্যা আছে দুই দলেই। হালকা চোট থাকলেও বাংলাদেশের খেলোয়াড়েরা খেলার মতো অবস্থায় আছে বলে জানিয়েছেন লাল-সবুজ দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। তাঁর জন্য স্বস্তি হয়ে এসেছে ফিলিস্তিনের ফর্মে থাকা উইঙ্গার তামের সিয়াম ও মিডফিল্ডার আতা জাবেরের চোট। সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকতে এই ম্যাচে থাকবেন না নিয়মিত গোলরক্ষক আমর কাদুউরাও।

চোট থাকলেও ফিলিস্তিন দলের শক্তি কমছে না বলে মনে করেন কাবরেরা। ভালো দলের বিপক্ষে নিজেদের সেরাটাই দিতে চায় তাঁর দল, ‘এতে আমাদের পরিকল্পনার কোনো বদল হচ্ছে না। যদিও তারা কিছু খেলোয়াড়কে এই ম্যাচে পাচ্ছে না, কিন্তু আমরা কখনই তাদের আগের চেয়ে দুর্বল দল হিসেবে মনে করে খেলতে নামব না। কেননা, আমরা জানি, মানসম্পন্ন বদলি খেলোয়াড় তাদের আছে এবং তাদের জন্যও বাংলাদেশ ম্যাচ ভালো একটা সুযোগ। আশাকরি কঠিন একটা লড়াই হবে।’

(ঢাকাটাইমস/২১মার্চ/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মার্কিন পণ্যে শুল্কছাড় নিয়ে ট্রাম্পের দাবি নাকচ করল ভারত
৪৬ কোটি টাকার উদ্ধারকৃত মাদক ধ্বংস করল কোস্টগার্ড
পাবনায় গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু
কক্সবাজারে উড্ডয়নের সময় চাকা খুলে পড়া বিমানটি নিরাপদে অবতরণ করল শাহজালালে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা