৭৫ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ মার্চ ২০২৪, ১৪:৪৪| আপডেট : ২১ মার্চ ২০২৪, ১৫:৪৮
অ- অ+

বাংলাদেশের বিপক্ষে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেছে অস্ট্রেলিয়ার নারী দল। সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার দেওয়া ২১৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৭৫ রানেই ৫ উইকেট হারিয়ে বিপদে পড়েছে বাংলাদেশ।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে আজ ওপনিংয়ে নামেন ফারজানা হক পিংকি ও সোবহানা মোশতারি। তবে মাত্র ১ রানেই ভেঙে যায় এই জুটি। ২ বলে শূন্য রান করে সাজঘরে ফিরে যান ফারজানা হক পিংকি।

১ রানে প্রথম উইকেট হারানোর পর জুটি গড়েন সোবহানা মোশতারি ও মুর্শিদা খাতুন। তবে এই জুটিকে বেশিদূর এগোতে দেননি অ্যাশলি গার্ডনার। অ্যাশলি গার্ডনারের বলে বেথ মুনির হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান মুর্শিদা খাতুন। তার বিদায়ে ২১ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।

২১ রানে ২ উইকেট হারানোর পর জুটি গড়ে দলকে টেনে তুলেন নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোশতারি। এই জুটিতে ভর করে ঘুরে দাঁড়াতে থাকে বাংলাদেশ। তবে দলীয় ৭০ রানে সোবহানা মোশতারির বিদায়ে ৪৯ রানে ভেঙে যায় এই জুটি। সোবহানা মোশতারি আউট হওয়ার আগে করেন ৩৮ বলে ১৭ রান।

সোবহানা মোশতারির পথ ধরে একে একে সাজঘরে ফিরে যান ফাহিমা খাতুন ও রিতু মণি। এই দুই ব্যাটারের দ্রুত বিদায়ে মাত্র ৭৫ রানেই ৫ উইকেট হারিয়ে বিপদে পড়েছে বাংলাদেশ।

এর আগে, মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।

(ঢাকাটাইমস/২১মার্চ/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাম্য হত্যা: শাহবাগ থানা ঘেরাও, আসামিদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম
তথ্য উপদেষ্টাকে বোতল ছুঁড়ে মারার ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি
মার্কিন পণ্যে শুল্কছাড় নিয়ে ট্রাম্পের দাবি নাকচ করল ভারত
৪৬ কোটি টাকার উদ্ধারকৃত মাদক ধ্বংস করল কোস্টগার্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা