মাগুরায় প্রতিষ্ঠান প্রধানদের প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন

মাগুরা প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২১ মার্চ ২০২৪, ১৫:১২

মাগুরায় মাধ্যমিক পর্যায়ের ২১৬ জন প্রতিষ্ঠান প্রধানগণের অংশগ্রহণে নতুন শিক্ষাক্রম বিস্তরণ, মনিটরিং ও মেন্টরিং বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে।

এ কার্যক্রম জেলা শিক্ষা কর্মকর্তার তত্ত্বাবধানে ১৮ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত শহরের এজি একাডেমিতে অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক আবু নাসের বেগ, জেলা শিক্ষা অফিসার মো. আলমগীর কবীর ও বিভিন্ন উপজেলার শিক্ষা কর্মকর্তারা।

বক্তারা বলেন, আগে শিক্ষা ছিল ‘জানা’ আর বর্তমান শিক্ষা হল ‘জানা ও পারা‘। কমলমতি শিশুদের যেমন শিক্ষা দেয়া হবে তারা তেমন-ই গড়ে উঠবে। আশা করি এ প্রশিক্ষণের মাধ্যমে আপনারা নতুন করে উদ্বুদ্ধ হয়ে ছাত্র-ছাত্রীদের কর্মদক্ষ করে তুলতে অগ্রণী ভূমিকা পালন করবেন।

যশোর শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের চারজন সহযোগী অধ্যাপক ও জেলার ৪ উপজেলার চারজন অ্যাকাডেমিক সুপার ভাইজার ট্রেইনার হিসাবে প্রতিষ্ঠান প্রধানদের প্রশিক্ষণ দেন এবং জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ইলতুৎমিশ জাহিদ এ প্রশিক্ষণের সমন্বয় করেন।

(ঢাকা টাইমস/২১মার্চ/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :