মাগুরায় প্রতিষ্ঠান প্রধানদের প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন

মাগুরা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ মার্চ ২০২৪, ১৫:১২
অ- অ+

মাগুরায় মাধ্যমিক পর্যায়ের ২১৬ জন প্রতিষ্ঠান প্রধানগণের অংশগ্রহণে নতুন শিক্ষাক্রম বিস্তরণ, মনিটরিং ও মেন্টরিং বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে।

এ কার্যক্রম জেলা শিক্ষা কর্মকর্তার তত্ত্বাবধানে ১৮ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত শহরের এজি একাডেমিতে অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক আবু নাসের বেগ, জেলা শিক্ষা অফিসার মো. আলমগীর কবীর ও বিভিন্ন উপজেলার শিক্ষা কর্মকর্তারা।

বক্তারা বলেন, আগে শিক্ষা ছিল ‘জানা’ আর বর্তমান শিক্ষা হল ‘জানা ও পারা‘। কমলমতি শিশুদের যেমন শিক্ষা দেয়া হবে তারা তেমন-ই গড়ে উঠবে। আশা করি এ প্রশিক্ষণের মাধ্যমে আপনারা নতুন করে উদ্বুদ্ধ হয়ে ছাত্র-ছাত্রীদের কর্মদক্ষ করে তুলতে অগ্রণী ভূমিকা পালন করবেন।

যশোর শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের চারজন সহযোগী অধ্যাপক ও জেলার ৪ উপজেলার চারজন অ্যাকাডেমিক সুপার ভাইজার ট্রেইনার হিসাবে প্রতিষ্ঠান প্রধানদের প্রশিক্ষণ দেন এবং জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ইলতুৎমিশ জাহিদ এ প্রশিক্ষণের সমন্বয় করেন।

(ঢাকা টাইমস/২১মার্চ/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা