মা হারালেন নির্বাচক হান্নান সরকার

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ মার্চ ২০২৪, ১৬:০৪
অ- অ+

প্রতিটি সন্তানের কাছে মা কিংবা বাবার অবস্থানের কোনো তুলনা নেই। মা যদি না থাকেন, পৃথিবীজুড়ে নেমে আসে অন্ধকার। বিসিবির নির্বাচক ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার হান্নান সরকার তেমনই পরিস্থিতিতে পড়েছেন। মা হারিয়েছেন তিনি । বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরের দিকে হাসপাতালে মৃত্যু হয় তার মায়ের।

হান্নান সরকারের মা ফরিদা আক্তার গত এক সপ্তাহ আইসিইউ'তে ছিলেন বলে জানা গেছে। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। খিলগাঁয়ে তাকে দাফন করা হবে। হান্নান সরকাররা ৪ ভাই ও ১ বোন।

চলতি বছর ফেব্রুয়ারিতে ৮ বছর পর নতুন নির্বাচক কমিটি গঠন করে বিসিবি। সেই নির্বাচক প্যানেলে গাজী আশরাফ হোসেন লিপুকে প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দেয়া হয়। প্যানেলে অন্যতম নির্বাচক হিসেবে দায়িত্ব পান জাতীয় দলের সাবেক খেলোয়াড় হান্নান সরকারও। এর আগে বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে কাজ করেছেন তিনি।

২০০২ সালে জাতীয় দলে অভিষেকের পর ২০০৪ সাল পর্যন্ত ১৭টি টেস্ট ও ২০টি ওয়ানডে খেলেন হান্নান। টেস্টে ২০.০৬ গড়ে ৬৬২ রান ও ওয়ানডেতে ১৯.১৫ গড়ে ৩৮৩ রান করেন তিনি। দুই ফরম্যট মিলিয়ে নামের পাশে আছে ৮টি অর্ধশতক।

(ঢাকাটাইমস/২১মার্চ/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মার্কিন পণ্যে শুল্কছাড় নিয়ে ট্রাম্পের দাবি নাকচ করল ভারত
৪৬ কোটি টাকার উদ্ধারকৃত মাদক ধ্বংস করল কোস্টগার্ড
পাবনায় গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু
কক্সবাজারে উড্ডয়নের সময় চাকা খুলে পড়া বিমানটি নিরাপদে অবতরণ করল শাহজালালে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা