নোয়াখালীর চাটখিলে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নোয়াখালীর চাটখিল উপজেলার ঢাকা-নোয়াখালী মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আরিফ হোসেন (২০) নামের এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভীমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ হোসেন চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের হীরাপুর গ্রামের মুক্তার বাড়ির মো. আলীর ছেলে।
স্থানীয়রা জানান, ইফতারের পর বাড়ি থেকে মোটরসাইকেলযোগে চাটখিল বাজারে আসেন আরিফ। রাত ৯টার দিকে চাটখিল বাজার থেকে পুনরায় মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা করেন। পথে তার মোটরসাইকেলটি ঢাকা-নোয়াখালী মহাসড়কের ভীমপুর বেপারী বাড়ির সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাকে সামনে থেকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি ধুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে নিহত হন আরোহী আরিফ। ঘটনার পরপর ট্রাকটি পালিয়ে যাওয়ায় তা আটক করা সম্ভব হয়নি।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
(ঢাকাটাইমস/২২মার্চ/এসআইএস)

মন্তব্য করুন