পল্লবীতে ফয়সাল হত্যা: ‘টান আকাশ’ ও ‘গালকাটা রাব্বি’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ মার্চ ২০২৪, ০৮:৫৪| আপডেট : ২৩ মার্চ ২০২৪, ১০:৩৯
অ- অ+
নিহত ফয়সাল

রাজধানীর পল্লবী থানার সাড়ে ১১ নম্বর এলাকায় কিশোর গ্যাং গ্রুপের হামলায় ফয়সাল নামে এক যুবক নিহতের ঘটনায় 'টান আকাশ' ও 'গালকাটা রাব্বি'কে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার নরসিংদী ও গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

একইদিন রাতে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার (১৬ মার্চ) রাতে পূর্ব শত্রুতার জেরে ফয়সাল ও রাসেলকে কুপিয়ে আহত করে স্থানীয় টান আকাশ ও গালকাটা গ্রুপের সদস্যরা। এ ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা করে নিহতের পরিবার। সেই মামলায় দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ বিষয়ে শনিবার সকালে কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এর আগে পটুয়াখালী, নেত্রকোণা ও রাজধানীতে অভিযান চালিয়ে এই হত্যার ঘটনায় দশজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

(ঢাকাটাইমস/২২মার্চ/এসএস/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খিলগাঁও নির্মাণাধীন ভবনে আগুন
কারামুক্ত হলেন মডেল মেঘনা আলম
দেশের মানুষ নির্বাচন চায় না এটা ড. ইউনুসের অভিমত, সাধারণ মানুষের নয়: আমিনুল হক
সামরিক অভিযানের ‘সবুজ সংকেত’ দিলেন মোদি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা