ঢাকায় এসে পৌঁছেছে ফিলিস্তিন ফুটবল দল

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ মার্চ ২০২৪, ১৫:০৩
অ- অ+

বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে ফিরতি লেগ খেলতে আজ শনিবার সকালে ঢাকায় এসেছে ফিলিস্তিন ফুটবল দল। কুয়েতের জাবের আল আহমাদ স্টেডিয়ামে বিশ্বকাপ এবং এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ফিলিস্তিন ৫-০ গোলে বাংলাদেশকে হারিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয় দলটি। অন্যদিকে বাংলাদেশ দল কুয়েত থেকে ঢাকায় ফিরেছে গতকাল শুক্রবার রাতে।

বাংলাদেশ সৌদি আরব থেকে কুয়েত যেতে ভিসা জটিলতায় পড়েছিল। ফিলিস্তিন দলেরও বাংলাদেশ আগমনে ভিসা বিড়ম্বনায় পড়েছিল খানিকটা। বাফুফে ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রচেষ্টায় বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যায় ফিলিস্তিনের বাংলাদেশের ভিসা নিশ্চিত হয়। যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন, ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মহিউদ্দিন আহমেদ ফিলিস্তিন ভিসার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছিলেন৷

২১ মার্চ রাতে কুয়েতে বাংলাদেশের বিপক্ষে হোম ম্যাচ খেলেছে ফিলিস্তিন। বাংলাদেশ পরের দিন বিকেলে রওনা হলেও ফিলিস্তিন রওনা হয়েছে রাতে। আজ সকাল সাড়ে নয়টার দিকে ফিলিস্তিন ঢাকায় এসে পৌছায়। রাতে ভ্রমণ করায় আজ ফিলিস্তিন দল কোনো অনুশীলন করবে না৷ বাংলাদেশ অবশ্য ভ্রমণ ক্লান্তি দূর করতে আজ বিকেলে রিকভারি সেশন করবে কিংস অ্যারেনায়।

২৬ মার্চ কিংস অ্যারেনায় বাংলাদেশ ফিলিস্তিনের মুখোমুখি হবে। সফরকারী দল ফিলিস্তিন ম্যাচের আগের দিন অনুশীলনের সুযোগ পাবে ম্যাচ ভেন্যুতে। আগামীকাল অন্য কোনো ভেন্যুতে অনুশীলন করবে সফরকারী দল।

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট পেয়েছে। কিংস অ্যারেনায় লেবাননের বিপক্ষে ড্র করেছিলেন জামালরা। কিংস অ্যারেনায় জাতীয় ফুটবল দল এখনো কোনো ম্যাচে অপরাজিত হয়নি৷

(ঢাকাটাইমস/২৩মার্চ/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাম্য হত্যা: শাহবাগ থানা ঘেরাও, আসামিদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম
তথ্য উপদেষ্টাকে বোতল ছুঁড়ে মারার ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি
মার্কিন পণ্যে শুল্কছাড় নিয়ে ট্রাম্পের দাবি নাকচ করল ভারত
৪৬ কোটি টাকার উদ্ধারকৃত মাদক ধ্বংস করল কোস্টগার্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা