নারী প্রযোজককে এসিড নিক্ষেপের হুমকি, চিত্রনায়িকা পলির বিরুদ্ধে জিডি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৬ মার্চ ২০২৪, ১৫:০৩

নারী প্রযোজক জেনিফার ফেরদৌসকে হত্যার হুমকি ও এসডি নিক্ষেপের হুমকির অভিযোগে চিত্রনায়িকা পলির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। গত ২০ ফেব্রুয়ারি বনানী থানায় পলির বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন জেনিফার। জিডি নং ১৪৯৮।

জিডিতে প্রযোজক জেনিফার উল্লেখ করেছেন- ‘২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় অনুমান ৭ ঘটিকার সময় বিবাদী চিত্রনায়িকা রিয়ানা পারভীন পলি একজন অপরিচিত লোকসহ আমার বনানী থানাধীন বাসায় এসে ড্রইংরুমে ঢুকে আমার ২ জন অতিথি মো. ওসমান গনি বাপ্পি এবং মুরাদ চৌধুরীদের সামনে আমাকে অকথ্যভাষায় গালি-গালাজসহ ভয়ভীতি হুমকি প্রদর্শন করে এবং আমাকে জানে মেরে ফেলাসহ এসিড মারবে বলে হুমকি দেয়। এর তিন চার দিন আগে একটি অপরিচিত নম্বর থেকে আমাকে একইরকম হুমকি দেয়।’

ঢাকা টাইমস জিডির বিষয়ে জানতে চাইলে ব্যস্ততা দেখিয়ে কল কেটে দেন জেনিফার।

অন্যদিকে জিডির বিষয়ে অবগত নন বলে জানান পলি। ঢাকা টাইমসকে ডিজির প্রসঙ্গে পলি বলেন, আমার নামে জিডি হয়েছে নাকি, এবিষয়ে আমি এখনও কিছু জানি না।

জিডির তদন্ত কর্মকর্তা এসআই প্রিয়তোষ চন্দ্র সরকার ঢাকা টাইমসকে বলেন, হুমকির জিডি থাকলে কোর্টের অনুমতি নেওয়া লাগে। সেজন্য আমি কোর্টে আবেদন করেছিলাম। আমার আবেদনের প্রেক্ষিতে কোর্ট বাদীকে ডাকে। শুনানির পর আমাকে তদন্তের নির্দেশ দেয় আদালত। এরপর আমি তদন্ত শুরু করেছি।

তিনি আরও বলেন, যেহেতু বাসায় ঘটনা, আমি জেনিফারের বনানীর বাসায় গিয়ে উনার সাথে কথা বলেছি, তার বাসার দাড়োয়ান, কাজের মেয়ে এবং ওই দিন বাসায় দুজন আত্মীয় ছিল। তাদের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের সাক্ষী নেওয়ার পর রিপোর্ট জমা দেব।

নব্বই দশকের চিত্রনায়িকা পলি। বর্তমানে অভিনয় থেকে অনেক দূরে আছেন তিনি। সম্প্রতি পলি বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচনে জয়ী হয়েছেন। বর্তমানে ব্যস্ত আছেন আসন্ন শিল্পী সমিতির নির্বাচন নিয়ে। প্রথমবারের মতো নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে লড়বেন তিনি।

২০০১ সালে মোহাম্মদ হোসেনের ‘ফায়ার’ সিনেমায় প্রয়াত চিত্রনায়ক মান্নার নায়িকা হিসেবে অভিষেক ঘটে পলির। এর পর তিনি ১১৩টি চলচ্চিত্রে অভিনয় করেন।

অন্যদিকে, উপস্থাপক, প্রযোজক, মডেল, অভিনেত্রী ও ব্যবসায়ী তাহেরা ফেরদৌস জেনিফার। সরকারি অনুদানে নির্মিত ‘আশীর্বাদ’ সিনেমার সহ-প্রযোজক তিনি। সিনেমাটি ২০২২ সালের আগস্টে প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

(ঢাকাটাইমস/২৬মার্চ/এলএম/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :