কেন্দুয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসি মালিককে জরিমানা

​​​​​​​কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ মার্চ ২০২৪, ১৫:৩৪
অ- অ+

নেত্রকোণা কেন্দুয়া পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন ফার্মেসির মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) রাজিব হোসেন এই আদালত পরিচালনা করেন।

অভিযানে মুকুল ফার্মেসিকে ৫ হাজার, আনোয়ারা ফার্মেসিকে ৩ হাজার ও পান্ত ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) রাজিব হোসেন বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিক্রির উদ্দেশ্যে ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ওষুধের গায়ে মূল্য না থাকা, উৎপাদন তারিখ না থাকা, অপরিষ্কার থাকা ও আমদানিকারকের লেভেল না থাকার কারণে তিন ফার্মেসি মালিককে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এদিকে অভিযানের খবর পেয়ে বাজারের অন্য ফার্মেসির মালিকেরা তাদের দোকান বন্ধ করে পালিয়ে যান।

(ঢাকাটাইমস/২৮মার্চ/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা