মুন্সীগঞ্জে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে হত্যা মামলার পরোয়ানা ভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সকালে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
জানা যায়, নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার হত্যা মামলার পরোয়ানভুক্ত আসামি জাহিদুল। দীর্ঘদিন পলাতক থাকার পর সিরাজদিখান থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কেয়াইন থেকে তাকে গ্রেপ্তার করে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাহিদুল ইসলাম বলেন, তার নির্দেশনায় এসআই মিঠুন কুমার দাস ও এএসআই ইসলাম উদ্দিন সংগীয় ফোর্সসহ জাহিদুলকে গ্রেপ্তার করে। তাকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
(ঢাকা টাইমস/২৯মার্চ/এসএ)

মন্তব্য করুন