খুবি শিক্ষকের চুরি যাওয়া টাকা উদ্ধার, চোর গ্রেপ্তার

​​​​​​​খুলনা ব্যুরো, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ৩১ মার্চ ২০২৪, ২২:৫৫

অগ্রণী ব্যাংক খুলনা বিশ্ববিদ্যালয় ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিন বিভাগের অধ্যাপক ড.এস.এম. ফিরোজের চুরি হওয়া টাকাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ১২ মার্চ খুলনা বিশ্ববিদ্যালয়ের ২নং একাডেমি ভবনের ২২৬০ নম্বর রুম থেকে আট লক্ষ পঁচানব্বই হাজার টাকা চুরি হয়েছিল।

ওইদিন দুপুর সাড়ে বারোটায় পাঁচটি অ্যাকাউন্ট থেকে টাকাগুলো উত্তোলন করে নিজ রুমে রেখেছিলেন অধ্যাপক ড.এস.এম. ফিরোজ। সেখান থেকে টাকাগুলো চুরি হয়। ঘটনার পরপরই তিনি বিশ্ববিদ্যালয়ের সিসি টিভি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখতে যান। সিসি টিভি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখতে পান অজ্ঞাত এক ব্যক্তি কিছু একটা নিয়ে দৌড়ে মেইন গেট দিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছে। এ ঘটনায় তিনি হরিণটানা থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে কেএমপির হরিণটানা থানা পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য সর্বাত্মক চেষ্টা করতে থাকে। পরবর্তীতে সিসি টিভি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে মো. টিটন খানকে (৩৫) নামে এক ব্যক্তিকে শনাক্ত করে। ওই ব্যক্তি দিঘলিয়া থানাধীন পানিগাতী গ্রামে বসবাস করেন। তাৎক্ষণিক স্থানীয় থানা পুলিশের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য টিটন খানকে চুরি হওয়া আট লাখ ৯৫ হাজর টাকাসহ গ্রেপ্তার করে।

টিটনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

(ঢাকাটাইমস/৩১মার্চ/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :