রাজশাহীতে ৫৫ লাখ টাকার হেরোইনসহ দম্পতি আটক

রাজশাহী ব্যুরো, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০১ এপ্রিল ২০২৪, ১৩:১৭

রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে ৫৫ লাখ টাকা মূল্যের ৫১৫ গ্রাম হিরোইনসহ এক দম্পতিকে আটক করেছে র‌্যাব-৫। রবিবার দুপুরে মহানগরীর চন্দ্রিমা থানাধীন মশরইল বাচ্চুর মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- চন্দ্রিমা থানাধীন বড়বনগ্রাম মশরইল মোড় এলাকার আজাদ আলীর ছেলে মুন্না (৩১) ও তার স্ত্রী রেশমি আক্তার (৩০)।

রবিবার বিকালে র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

এসময় তিনি জানান, মহানগরীর চন্দ্রিমা থানাধীন মশরইল বাচ্চুর মোড়স্থ মোছা. আলো (৪২) এর মালিকানাধীন বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন মুন্না দম্পতি। তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারির সাথে জড়িত বলে তথ্য আসে র‌্যাবের কাছে। সেই তথ্যের ভিত্তিতে আজ দুপুরে ওই এলাকায় অভিযান চালানো হয়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মুন্না দম্পতি কৌশলে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকানো ৬ প্যাকেট হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মূল্যে প্রায় ৫৫ লাখ টাকা।

পরে তাদের উদ্ধারকৃত হেরোইনসহ র‌্যাবের সদর দপ্তরে নিয়ে আসা হয়। সেখানে জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে হেরোইন কারবারিরর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

জিজ্ঞাসাবাদ শেষে আজ বিকালে তাদের মহানগরীর চন্দ্রিমা থানায় মাদক আইনে মামলা দায়েরের পর আসামিদের সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

(ঢাকা টাইমস/০১এপ্রিল/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ঢাকা-ভাঙ্গা-রাজবাড়ী রুটে দুই কমিউটার ট্রেন উদ্বোধন

চুয়াডাঙ্গায় দশ কেজি গাঁজাসহ দুই  মাদককারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে বস্তাবন্দি স্কুলছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় এখনো মামলা হয়নি

মফস্বল সাংবাদিকেদের ওয়েজ বোর্ডের আওতার আনার দাবি

আ.লীগ বিভ্রান্তিকর কথা বলে নিজেদের ভেতরকার অস্থিরতা আড়াল করছে: প্রিন্স

‘ওরাল ক্যান্সার’ সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর

‘মনে হয় আত্মহত্যা করি, তাতে যদি বেঁচে যাই!’

ফেলোশিপে সিঙ্গাপুর যাচ্ছেন সাতক্ষীরা মেডিকেলের ডা. মাহমুদুল হাসান

গাজীপুরে দুর্ঘটনা: দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

শ্রীপুরে তীব্র দাবদাহে ঝরে পড়ছে লিচু

এই বিভাগের সব খবর

শিরোনাম :