চাঁদপুরে থানার মধ্যে নিজের পেটে ছুরি ঢুকিয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২৪, ০৮:৩৮
অ- অ+

চাঁদপুর সদর মডেল থানার ভিতরে পুলিশের সামনেই নিজের পেটে ছুরি ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন সুজন গাজী নামের এক যুবক।

মঙ্গলবার রাত ৯টায় থানার ২য় তলার সিঁড়ির কাছে এ ঘটনা ঘটে। পরে আহত সুজন গাজীকে আশঙ্কাজনক অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

জানা যায়, গত ১ এপ্রিল শহরের পুরাণবাজার রঘুনাথপুর এলাকার মিজান গাজী নামের এক ব্যক্তি তার স্কুল পড়ুয়া মেয়ে হারিয়ে গেছে বলে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিখোঁজ ডায়রী করেন। মঙ্গলবার ওই স্কুলছাত্রীকে শহরের বিষ্ণুদী এলাকায় যুবক সুজন গাজীর বাসা থেকে উদ্ধার করা হয় এবং সুজন গাজীর মাকে থানায় নিয়ে আসা হয়। রাত ৯টায় যুবক সুজন গাজী থানায় আসলে এস আই আব্দুল আলিম তাকে শারীরিক ও মানসিকভাবে চাপ প্রয়োগ করে। এক পর্যায় সুজন গাজী তার প্যান্টের পকেটে থাকা ছুরি বের করে পেটে ডুকিয়ে দেয়। এতে সে গুরুতর আহত হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াছিন আরাফাত বলেন, স্কুলছাত্রী নিখোঁজের ঘটনায় থানায় একটি ডায়রী করা হয়েছিল। পরে ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে ওই স্কুলছাত্রী যে ছেলের সঙ্গে চলে গিয়েছিল, সেই সুজন গাজীকে খবর দেওয়া হয়। সে থানায় এসে তদন্ত কর্মকর্তার সঙ্গে উত্তেজিত হয়ে কথা বলতে থাকে। ওই স্কুলছাত্রীকে কেন থানায় নিয়ে আসা হয়েছে জানতে চেয়েছে। একপর্যায়ে সুজন গাজীর প্যান্টের পকেটে থাকা ছুরি নিজের পেটের মধ্যে ঢুকিয়ে দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেছে। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/০৩এপ্রিল/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
সরকারবিরোধী মিছিলের চেষ্টা: শ্যামপুরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৩ সদস্য গ্রেপ্তার
রুপগঞ্জে সমকামী সম্পর্কের জটিলতায় রুমমেটকে খুন, অতঃপর গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা