শিশুদের জন্য ছাত্রলীগ নেতার ঈদ উপহার

ঢাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২৪, ১৪:৩১

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নের পক্ষ থেকে ভাসমান সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সুইমিংপুল সংলগ্ন মাঠে এসব উপহার বিতরণ করা হয়।

এই আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জহুরুল হক হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও হল ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ইমাম বাসেত।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি রেজাউল করিম রিয়াদ, সহ-সভাপতি জয়নাল আবেদিন, সহ-সভাপতি এম এম আবিদ, সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক মাউনজিরা বিশ্বাস সুরভী, নাট্য ও বিতর্ক উপসম্পাদক সাইফ আকরাম, মানবসম্পদ উপসম্পাদক মিজানুর রহমান, গণযোগাযোগ উপসম্পাদক ইশতিয়াক আহমেদ তিতাস, নাট্য ও বিতর্ক সম্পাদক মোরশেদুল আলম ইমন এবং জহুরুল হক হল ছাত্রলীগের কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত পথশিশুরা ঈদ উপহার পেয়ে আনন্দ এবং উচ্ছ্বাস প্রকাশ করে।

আয়োজনের বিষয়ে ইমাম বাসেত বলেন, “প্রত্যেক বাগান মালিই তার বাগানের ফুলগুলোর যত্ন করে। ওরা আমাদের বাগানের ফুল, আমাদের প্রত্যেকেরই উচিৎ ওদের যত্ন নেওয়া। আমাদের সভাপতি শয়ন ভাই সবসময় ওদের খোঁজখবর রাখেন। সেই ধারাবাহিকতায় আমরা আমাদের অবস্থান থেকে ভাইয়ের পক্ষে ওদের সঙ্গে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করেছি। ওদের মুখে হাসি ফোটাতে পেরেই আমরা আনন্দিত।”

(ঢাকাটাইমস/০৫এপ্রিল/এসকে/এফএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য ঢাকায় আবু সাঈদের পরিবার

নিহত শিক্ষার্থী আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা বেরোবি প্রশাসনের

কোটা আন্দোলনে হতাহত শিক্ষার্থীদের সহযোগিতার নির্দেশ জবি উপাচার্যের

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে চাকরি ছাড়লেন জাবি শিক্ষক জাহিদুল

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

এইচএসসির আরও ৪ পরীক্ষা স্থগিত

এইচএসসির স্থগিত হওয়া পরীক্ষা ১১ আগস্টের পর

সুনসান নীরবতায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ চবি শিক্ষকদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :