শিশুদের জন্য ছাত্রলীগ নেতার ঈদ উপহার

ঢাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২৪, ১৪:৩১
অ- অ+

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নের পক্ষ থেকে ভাসমান সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সুইমিংপুল সংলগ্ন মাঠে এসব উপহার বিতরণ করা হয়।

এই আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জহুরুল হক হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও হল ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ইমাম বাসেত।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি রেজাউল করিম রিয়াদ, সহ-সভাপতি জয়নাল আবেদিন, সহ-সভাপতি এম এম আবিদ, সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক মাউনজিরা বিশ্বাস সুরভী, নাট্য ও বিতর্ক উপসম্পাদক সাইফ আকরাম, মানবসম্পদ উপসম্পাদক মিজানুর রহমান, গণযোগাযোগ উপসম্পাদক ইশতিয়াক আহমেদ তিতাস, নাট্য ও বিতর্ক সম্পাদক মোরশেদুল আলম ইমন এবং জহুরুল হক হল ছাত্রলীগের কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত পথশিশুরা ঈদ উপহার পেয়ে আনন্দ এবং উচ্ছ্বাস প্রকাশ করে।

আয়োজনের বিষয়ে ইমাম বাসেত বলেন, “প্রত্যেক বাগান মালিই তার বাগানের ফুলগুলোর যত্ন করে। ওরা আমাদের বাগানের ফুল, আমাদের প্রত্যেকেরই উচিৎ ওদের যত্ন নেওয়া। আমাদের সভাপতি শয়ন ভাই সবসময় ওদের খোঁজখবর রাখেন। সেই ধারাবাহিকতায় আমরা আমাদের অবস্থান থেকে ভাইয়ের পক্ষে ওদের সঙ্গে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করেছি। ওদের মুখে হাসি ফোটাতে পেরেই আমরা আনন্দিত।”

(ঢাকাটাইমস/০৫এপ্রিল/এসকে/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আহমেদাবাদ বিমান দুর্ঘটনার আরও যেসব কারণ সামনে আসছে
আহমেদাবাদ বিমান দুর্ঘটনা: নিহত বেড়ে ২৯১
মুরাদনগরে ট্রাফিক লাইনম্যানকে পিটিয়ে যখম করল এনসিপি নেতারা
নিষেধাজ্ঞার পর জেলের জালে ধরা পড়লো ৪৩ মণ ইলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা