রূপগঞ্জে মুসল্লিদের অভিযানে ৫ ড্রাম চোলাই মদ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ কায়েতপাড়ার রাতালদিয়া জামে মসজিদের মুসল্লিদের অভিযানে ৫ ড্রাম চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ সময় মদ তৈরির উপকরণও জব্দ করা হয়েছে। পরে উদ্ধার করা এসব মদ ও উপকরণ রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে গ্রামবাসী।
শনিবার রাত ১টার দিকে গ্রামের নির্জন বালিচরে মদ জ্বাল দেওয়ার খবর আসে শবেকদর আদায়রত মুসল্লিদের কাছে। এ খবর পেয়ে মুসল্লিরা একত্রিত হয়ে মাদক বন্ধের অভিযানে নামেন। এ সময় মাদককারবারিরা পালিয়ে যায়। তবে তাদের রেখে যাওয়া ৫ ড্রাম চোলাই মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়।
রাতালদিয়া জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, রাতালদিয়া বিলের বেশ কিছু স্থানে মাদক কারবারিরা চোলাই মদ তৈরি করে। এসব মদ ঢাকায় পাঠায়। শবেকদরের রাতে নামাজ পড়ছিলাম সবাই। এ সময় মদ জ্বাল দেওয়ার খবর পেয়ে নিজেরাই একত্রিত হয়ে মদগুলো উদ্ধার করেছি। সকালে রূপগঞ্জ থানা পুলিশকে জানিয়েছি।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, চোলাই মদ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এসব মদ ও উপকরণ জব্দ করেছি। মাদক নিয়ন্ত্রণ আইনে মামলাসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
(ঢাকাটাইমস/০৭এপ্রিল/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন