নিয়মিত ধূমপানে ঠোঁট পুড়ে কালো? জানুন স্বাভাবিক রঙে ফেরানোর উপায়

ফিচার ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২৪, ১৭:৫৭
অ- অ+

ধূমপান স্বাস্থ্যের পক্ষে ভয়ংকর ক্ষতিকর। এর পাশাপাশি ধূমপানের আরও অনেক ক্ষতিকর দিক আছে। যেমন- নিয়মিত যারা বিড়ি-সিগারেট খান, তাদের ঠোঁটের স্বাভাবিক রঙ নষ্ট হয়ে যায়, পুড়ে কালো হয়ে যায়। তা থেকে কীভাবে আগের স্বাভাবিক রঙ ফিরিয়ে আনবেন?

এই কালো ঠোঁট নিয়ে অনেককেই ঝামেলায় পড়তে হয়। বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনের কাছে লজ্জায় পড়তে হয়। সবাই দেখেই বুঝে ফেলেন, আপনি ধূমপায়ী। তবে কয়েকটি ঘরোয়া পদ্ধতিতেই ঠোঁটের স্বাভাবিক রঙ ফিরিয়ে আনা সম্ভব। দেখে নেওয়া যাক সেই উপায়গুলো।

চিনি ও পাতিলেবুর রস

কালো ঠোঁটে আবার পুরনো রঙ ফেরানোর সহজ উপায় হলো চিনি এবং পাতিলেবুর রসের মিশ্রণ ব্যবহার। এক চামচ চিনির মধ্যে কয়েক ফোঁটা পাতিলেবুর রস দিন। এটি ঠোঁটে লাগান। কয়েক মিনিট মাখিয়ে রাখুন। একটু ঘষেও নিতে পারেন। এরপর পানি দিয়ে ঠোঁট ধুয়ে ফেলুন। কালো রঙ আস্তে আস্তে কমে যাবে।

বিটের রস

বিট ঘষে তার রস ঠোঁটে লাগাতে পারেন। লালচে রং ফিরে আসবে। এতে ঠোঁটের ফাটা ভাবও কমবে। বিটের রসের সঙ্গে পাতিলেবুর রস মিশিয়েও ঠোঁটে মালিশ করতে পারেন। ১৫ মিনিট মাখিয়ে রেখে ধুয়ে ফেলুন। বেশ কয়েক দিন এই মিশ্রণ ব্যবহার করলে ঠোঁটের স্বাভাবিক রঙ ফিরে আসবে।

টুথব্রাশ

শুধু দাঁত মাজার জন্য নয়, টুথব্রাশ ঠোঁটের কালচে ভাব দূর করতেও সাহায্য করে। ঠোঁটে একটু ভেসলিন জাতীয় পেট্রলিয়াম জেলি লাগিয়ে ব্রাশ দিয়ে হালকা করে ঘষুন। ৫ মিনিট এটি চালিয়ে যান। এবার সাধারণ তাপমাত্রার পানি দিয়ে ধুয়ে নিয়ে ফের ভেসলিন জাতীয় জেলি ব্যবহার করুন। এতেও ঠোঁট পুরনো রং ফিরে পাবে।

গ্লিসারিন ও পাতিলেবু

ময়েশ্চারাইজ করার জন্য গ্লিসারিন খুব দরকারী একটি জিনিস। লেবু প্রাকৃতিক স্ক্র্যাবার। এই দুটি উপাদান একসঙ্গে ব্যবহার করলে ঠোঁটের কালচে রঙ দূর হতে পারে। তাই মিশ্রণটি সহজেই বাড়িতে বানাতে পারেন। গ্লিসারিন ও পাতিলেবু একসঙ্গে মিশিয়ে ঠোঁটে লাগিয়ে রাখুন। কয়েক মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে দিন। ঠোঁটের কালচে ভাব ধীরে ধীরে কমবে।

এদিকে, শুধু ধূমপান করলেই যে ঠোঁট কালো হবে তেমনটা নয়। মেয়েরা নিয়মিত লিপস্টিক ব্যবহারের ফলেও ঠোঁটের রঙ কালো হয়ে যেতে পারে। আবার অনেকের এমনিতেই ঠোঁট কালো হয়ে যায়। তারাও উপরের জিনিসগুলো ব্যবহার করে ফল পেতে পারেন।

(ঢাকাটাইমস/৭এপ্রিল/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে সহপাঠীতে হাতে খুন হলো খুদে ক্রিকেটার রাহাত
চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু 
বিকৃত যৌনাচারের অভিযোগে বসুন্ধরা থেকে ২ নারী গ্রেপ্তার
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা