স্বর্ণের দাম ফের বাড়ল, ভরি ছাড়াল ১ লাখ সাড়ে ১৭ হাজার
একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। প্রতি ভরি এক হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের নতুন দাম ১ লাখ ১৭ হাজার ৬১৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত এটাই দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম।
সোমবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। এ দাম মঙ্গলবার বিকাল থেকে কার্যকর করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে এক লাখ ১২ হাজার ২০৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৯৬ হাজার ২২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৮০ হাজার ১৯০ টাকা করা হয়েছে।
তবে সোনার দাম বাড়লেও অপরিবর্তীত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ১০০ টাকা।
২১ ক্যারেটের রুপার ভরি দুই হাজার ৬ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি এক হাজার ৭১৫ টাকা। সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ২৮৩ টাকা।
এর আগে গত শনিবার (৬ এপ্রিল) সোনার দাম বাড়ানো হয়। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১৭৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ১৫ হাজার ৮২৪ টাকা করা হয়।
(ঢাকাটাইমস/০৮এপ্রিল/টিআই/ইএস)