ধর্মের নামে ইসলাম অবমাননা করেছে জিয়া-এরশাদ-খালেদা: মুক্তিযুদ্ধমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২৪, ১৭:৫৬| আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ১৭:৫৭
অ- অ+

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক বলেছেন, ধর্মের নামে দেশ শাসন করে জিয়া-এরশাদ-খালেদা জিয়া ইসলাম ধর্মকে অবমাননা করেছেন।

সোমবার মহান স্বাধীনতা দিবস, জাতির পিতার ১০৪তম জন্মদিন এবং ১৪ জন শহীদ বদরি সাহাবিদের স্মরণে পবিত্র কুরআনখানি, আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী হলে এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ওলামা মাশায়েখ ঐক্যজোট।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, আমাদের দুর্ভাগ্য এটা নবী করিমের (সা.) সময়ও ছিল, যারা মিথ্যাচার করে মুনাফেক, তারা যুগে যুগেই সাময়িকভাবে জয়ী হয়েছে। তাদের জয় কিন্তু স্থায়ী নয়। বঙ্গবন্ধুকে হত্যার পর ২৯ বছর এদেশ পরিচালনা করে জিয়া, এরশাদ, খালেদা জিয়া। ধর্মের নামে তারা এদেশ শাসন করেছে, মিথ্যাচার করেছে। পবিত্র ধর্ম ইসলামকে অবমাননা করেছে। এদেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। সেই কাজগুলো তারা ধর্মের নামে করেছে।

তিনি বলেন, প্রকৃত ইসলামে যা কিছু আছে সব বঙ্গবন্ধু করে গেছেন। ইসলামিক ফাউন্ডেশন, মাদ্রাসা বোর্ড করে গেছেন। আজকে আমাদের সফল রাষ্ট্রনায়ক, বঙ্গবন্ধুর রক্ত ও আদর্শের উত্তরাধিকারী দেশরত্ন শেখ হাসিনা কওমি বোর্ড গঠন করে আলেমদের দীর্ঘদিনের দাবি পূরণ করেছেন। কওমি বোর্ড গঠনের দাবি ব্রিটিশ আমল থেকে হয়ে আসছে। কিন্তু কেউ সেটি পূরণ করেনি। যারা ধর্মের নামে ২৯ বছর দেশ শাসন করেছে তারাও কিছু করেনি। মাননীয় প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) তিনি সত্যিকার ইসলামপ্রেমী ও ধর্মপ্রাণ ব্যক্তি হিসেবে এই দাবি গ্রহণ করেছেন, স্বীকৃতি দিয়েছেন।

তিনি আরও বলেন, যারা ধর্মের নামে মিথ্যাচার করে, ব্যবসা করে তাদের পরাজয় অবিসম্ভাবী।

আ. ক. ম. মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধু এমন এক ব্যক্তি ছিলেন, যার জন্ম না হলে এদেশ স্বাধীন হতো না। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তিনি ৭ মার্চ ঐতিকহাসিক বক্তব্যের মাধ্যমে সারা জাতিকে আন্দোলিত করেছেন।

বাংলাদেশ ওলামা মাশায়েখ ঐক্যজোটের সভাপতি মুফতি আল্লামা আব্দুল হালিম সিরাজীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রী আলহাজ্ব মো. ফরিদুল হক খান।

বাংলাদেশ ওলামা মাশায়েখ ঐক্যজোটের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা তাজাম্মুল খানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, আল কুরআন প্রচার সংস্থার (আকপও) চেয়ারম্যান মুফতি আল্লামা খলিলুর রহমান জিহাদী, ব্রাহ্মণবাড়িয়ার পীর ও বিওএমও এর সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাওলানা শওকত আমীন, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ হরলাল রায় সাগর, দৈনিক হাওর বার্তার সম্পাদক মো. জাকির হোসাইন প্রমুখ।

(ঢাকাটাইমস/০৮এপ্রিল/এমআই/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা