চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় রাজ্জাক খান রাজের ঈদ উপহার বিতরণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২৪, ১৭:২৫
অ- অ+

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার (সংসদীয় আসন ১ এলাকা) বিভিন্ন স্থানে অসহায় দুঃস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন মিনিস্টার মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান, আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য আলহাজ এম রাজ্জাক সিআইপি।

সোমবার বিকালে চুয়াডাঙ্গা শহরে ও ওমেকা চাইল্ড হোম পুরাতন বাসস্ট্যান্ড আলমডাঙ্গায় পৃথক আয়োজনে প্রত্যন্ত অঞ্চলের শত শত অসহায় দুঃস্থ মানুষের মাঝে ঈদ বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল নতুন কাপড় পাঞ্জাবি ও শাড়ি পোলাও চাল, তেল, চিনি, লাচ্ছা সেমাইসহ নানা উপকরণ।

আলহাজ এম এ রাজ্জাক খান রাজ সিআইপি বলেন, ‘প্রতিবছরের ন্যায় এবারও ঈদ সামগ্রী বিতরণ করছি। আমার পরিবার ও আমি সবসময় চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য। চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার মানুষের পাশে সবসময় আছি। ঈদে কিছু মানুষের মুখে হাসি ফোটাতে চেষ্টা করেছি।’

তিনি আরও বলেন, ‘আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে আওয়ামী লীগকে ভালোবেসে কাজ করে যাচ্ছি। একই সঙ্গে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশে থেকে কাজ করে যাচ্ছি।’

এসময় উপস্থিত ছিলেন বারদী ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, প্রফেসর শাহীন, বাবু, মুস্তাক, সবুজ,আবু,জীবন, চান্দু, তাজু, নুর আলম তরফদার, আলীহিম প্রমুখ।

(ঢাকাটাইমস/০৯এপ্রিল/প্রতিনিধি/এসআইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মোমেন খানের ৪০তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল দখল চেষ্টার অভিযোগ
ঢাকা সফর নিয়ে দিল্লিতে এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি
বিদেশি চক্রের চেয়ে দেশীয় চক্র এখন বেশি ষড়যন্ত্র করছে: গয়েশ্বর 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা