পাংশায় বাড়িতে ঢুকে সন্ত্রাসীদের গুলি, আহত ৩

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ এপ্রিল ২০২৪, ১৫:৫৭| আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ১৬:১৪
অ- অ+

রাজবাড়ীর পাংশায় বসতবাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার গভীর রাতে পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের মিশ্রী পাঁচবারিয়া রবীন্দ্রনাথ মণ্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন মৃত কানু বিশ্বাসের ছেলে লক্ষণ কুমার বিশ্বাস (৩৭), বিবেক মণ্ডলের ছেলে সুজন মন্ডল (২২) ও মৃত জ্ঞানেন্দ্র নাথ মণ্ডলের ছেলে রূপ কুমার মন্ডল (৩২)। এছাড়াও সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে বিবেক চন্দ্র মন্ডল(৪৮) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

আহতরা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

রবীন্দ্রনাথ মণ্ডলের বড় ছেলে প্রদীপ কুমার মন্ডল বলেন, গত রাত দুইটার পরে কিছু অস্ত্রধারী সন্ত্রাসীরা আমাদের বাড়ির পেছনের গেটের তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে। পরে বাড়ির ভেতরের একটা দরজা ভেঙে ঘরে ঢুকে আমার মা, বাবা ও ভাইসহ ৭ জনকে অস্ত্র দেখিয়ে ডাকাতি করার চেষ্টা করে।

আমি কৌশলে বাইরে বের হয়ে চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসে। তখন সন্ত্রাসীরা পিছনে গেট দিয়ে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, আমার ছোট ভাই ৯৯৯ কল দিয়ে পুলিশের সহযোগিতা চায়। পরে কসবামাজাই ফাঁড়ির পুলিশ আসে। সন্ত্রাসীরা যাওয়ার সময় হুমকি দিয়ে বলে গেছে, ৫ লাখ টাকা চাঁদা না দিলে পরেরবার এসে গুলি করে মেরে ফেলবো। এখন আমি আমার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার এ তথ্য নিশ্চিত করে বলেন, সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে তিনজন আহত হয়েছেন। সন্ত্রাসীরা ডাকাতি করতে এসে ব্যর্থ হয়ে গুলি করেছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। তবে প্রতিবেশীরা জানান, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটছে।

(ঢাকাটাইমস/১১এপ্রিল/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হেডফোন লাগিয়ে রেললাইনে কিশোর, ট্রেনে কাটা পড়ে মৃত্যু 
ইতালি সফর শেষে দেশে ফিরলেন বিমানবাহিনী প্রধান
বিমানবন্দরে পেটের ভেতর ইয়াবা বহনকালে মাদক কারবারি গ্রেপ্তার
অন্তর্বর্তী সরকার সংস্কার-নির্বাচন কোনোটা ঠিকমত করতে পারবে কিনা সংশয়: মঞ্জু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা