নরসিংদীর সড়ক দুর্ঘটনায় নিহত ছয়জনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়

​​​​​​​ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ এপ্রিল ২০২৪, ১৭:১৬
অ- অ+

বুধবার রাতে নরসিংদীর মাধবদীতে কাভার্ডভ্যান মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারী শিশুসহ নিহত ছয়জনেরই বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় তারাই সবাই ঈদের ছুটিতে মাইক্রোবাসে করে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ফিরছিলেন।

নিহত ছয়জনের মধ্যে একই বাড়ির চারজন প্রতিবেশী গ্রামের দুইজন রয়েছে।

নিহতরা হলেন, বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের আব্দুল মমিনের ছেলে মজিবুর রহমান (২৭), তার ভাগনী মীম আক্তার (২০) ভাগিনা আবু হুরায়রা () তার চাচা জসিম (৩০) এবং প্রতিবেশী জালালপুর গ্রামের হেলাল বাবুল।

ঘটনার পর পুরো গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তাদের ঈদের আনন্দ বিষাদে পরিণত হয়েছে। নিহতদের মরদেহ একনজর দেখার জন্য বাড়িতে ভিড় করছেন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী।

নিহতদের স্বজনরা জানান, ঢাকা থেকে একটি হাইস মাইক্রোবাসে চেপে নারী শিশুসহ মোট ১৩ জন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আসছিলেন। যাত্রাপথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়। সময় স্থানীয় লোকজন আহত অবস্থায় ১৩ জনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে এক নারীসহ জনের মৃত্যু হয়। পরে ঢাকা মেডিকেলে আরও দুইজন মারা যায়।

(ঢাকাটাইমস/১১এপ্রিল/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫ আগস্ট গুলিবিদ্ধ তরুণ সালমানের পাশে তারেক রহমান 
যশোরে বাজার দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি কর্মী নিহত  
Celebrating Mother’s Day: A Tribute to the Strength and Love of Working Mothers
বিদেশি বিশেষজ্ঞ এনে সংস্কারসহ পুঁজিবাজার উন্নয়নে পাঁচ নির্দেশনা প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা