বাঘায় মোটরসাইকেল-অটো সংঘর্ষে প্রাণ গেল দুইজনের
রাজশাহীর বাঘায় অটোভ্যানের সঙ্গে মোটরসাকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন।
শুক্রবার রাত ৮টার দিকে বাঘা পৌর এলাকায় নারায়নপুর-সড়কঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনায় নিহতরা হলেন- বাঘা পৌর এলাকার ইউনুস আলী শেখের ছেলে রনি শেখ (২৪) ও উপজেলা পাকুড়িয়া ইউপির জোতনাশী গ্রামের ইসলাম আলীর ছেলে রাজু আহম্মেদ (২০)।
আহতরা হলেন- জোতনাশী গ্রামের শহিদুলের ছেলে আব্দুস সাত্তার (২১) ও আটোভ্যানের বাঘা পৌর এলাকার চকনারায়নপুর গ্রামের মিলন আলীর ছেলে দুরন্ত (১৭)।তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পুলিশ ও প্রত্যক্ষদশী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে নিহত রনি শেখ তার দুই মামাতো ভাইকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি থেকে বাঘা ঈদ মেলা যাচ্ছিলেন। নারায়নপুর-সড়কঘাট এলাকার চকনারয়ানপুর মাদসা গেটের সামনে এলে বিপরীত দিক থেকে আসা অটোভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় মোটরসাকেলটি রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে আহত হন চারজন। পথচারীরা আহতদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে রনি শেখ ও রাজু আহমেদ মারা যান।
(ঢাকাটাইমস/১৩এপ্রিল/এজে)