কোম্পানীগঞ্জে বিএনপি নেতা ফখরুল ইসলামের ঈদ শুভেচ্ছা বিনিময়

কোম্পানীগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২৪, ১৯:১৫
অ- অ+

নোয়াখালীর কোম্পানীগঞ্জে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা বিএনপির অন্যতম সদস্য ও শিল্পপতি মো. ফখরুল ইসলাম।

ঈদের দ্বিতীয় দিন শুক্রবার দুপুরে উপজেলার ৭নং মুছাপুর ইউনিয়নের নিজ বাড়িতে কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের সঙ্গে এ শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এর আগে দুপুর একটার দিকে নিজ বাড়িতে পৌঁছে বাবার কবর জেয়ার করেন তিনি।

কবর জেয়ারত ও জুমার নামাজ আদায় শেষে ঈদ উপলক্ষে তার উদ্যোগে আয়োজিত প্রায় ৫ শতাধিক দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন এ বিএনপি নেতা।

মধ্যাহ্নভোজ শেষে দুই উপজেলার নেতাকর্মীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আরম শিকদার, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সভাপতি আব্দুল মতিন লিটন, সিনিয়র সহ-সভাপতি শওকত হোসেন সগির ও উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সলসহ দুই উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লক্ষ্মীপুরে ইলিশের জালে ধরা পড়ল ৮৪ কেজির শাপলা পাতা মাছ
শ্রীপুরে বেতন বৃদ্ধি সহ ৯ দফা দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে পাকিস্তান
জাতীয় নির্বাচন: নওগাঁর ৫ আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা