ভাষানটেকে সিলিন্ডার বিস্ফোরণ: মা ও স্ত্রীর পর না ফেরার দেশে লিটনও
কয়েল ধরাতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে আহত ৬ জনের মধ্যে আরও একজনের মৃত্যু। মা, স্ত্রীর পর না ফেরার দেশে পাড়ি জমালেন লিটনও(৫২)। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ জনে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মঙ্গলবার সকাল ৬টার দিকে আইসিইউতে মারা যান তিনি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম।
তিনি বলেন, “লিটনের শরীরের ৬৭ শতাংশ পুড়ে গিয়েছিল।”
এদিকে, গতকাল সোমবার রাত সোয়া সাতটার দিকে মারা যান লিটনের স্ত্রী সূর্যবানু। (৪০) তার শরীরে ৮২ শতাংশ পুড়ে গিয়েছিল।
এর আগে গত শনিবার সকাল ৮টায় মারা যান লিটনের মা মেহেরুন্নেছা (৭০)। তার শরীরের ৪৭ শতাংশ পুড়ে গিয়েছিল।
বর্তমানে লিটন দম্পতির তিন শিশু সন্তান লিজা (১৫), লামিয়া (৭) ও সুজন (৮) চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থাও আশঙ্কামুক্ত নয়।
ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মৃত আলী নেওয়াজের ছেলে লিটন। তিন ভাই চার বোনের মধ্যে তিনি ছিলেন বড়।
উল্লেখ্য, শুক্রবার ভোর ৪টার দিকে ভাষানটেক থানাধীন মিরপুর-১৩ নতুন বাজার কালভার্ট রোডের একটি দ্বিতীয় তলা বাড়ির নিচ তলায় বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় দগ্ধ ছয়জনকে উদ্ধার করে শেখ হাসিনার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
(ঢাকাটাইমস/১৪এপ্রিল/এএম/এফএ)