বদলগাছীতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২৪, ১৫:২৬
অ- অ+

নওগাঁর বদলগাছী উপজেলায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মুজিবনগর সরকারের ওপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (অ:দা:) মো. কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য সৌরেন্দ্রনাথ চক্রবর্তী সৌরেন।

আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে এমপি সৌরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, ‘১৭ই এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা বর্তমান উপজেলা মুজিবনগর স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করেছিলো। শেখ মুজিবুর রহমান এই সরকারের রাষ্ট্রপতি নিযুক্ত হন। কিন্তু তিনি তখন পাকিস্তানে কারাগারে বন্দি। তাঁর অনুপস্থিতিতে উপ-রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।’

এ সময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মোছা: আতিয়া খাতুন, বদলগাছী থানার অফিসার ইনচার্জ ওসি মো মাহবুবুর রহমান পিপিএম (সেবা), উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. নাজমুল হক, উপজেলা প্রকৌশলী সুমন কুমার দেবনাথ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাবাব ফারহান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো আনোয়ার হোসেন সহ প্রমুখ।

(ঢাকা টাইমস/১৭এপ্রিল/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আহমেদাবাদ বিমান দুর্ঘটনার আরও যেসব কারণ সামনে আসছে
আহমেদাবাদ বিমান দুর্ঘটনা: নিহত বেড়ে ২৯১
মুরাদনগরে ট্রাফিক লাইনম্যানকে পিটিয়ে যখম করল এনসিপি নেতারা
নিষেধাজ্ঞার পর জেলের জালে ধরা পড়লো ৪৩ মণ ইলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা