শিল্পী সমিতির নির্বাচন

ফের বিতর্কে হেলেনা জাহাঙ্গীর, এবার ভোট কেনার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ১৬:৪৫ | প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২৪, ১৬:০৯

বিতর্ক এবং হেলেনা জাহাঙ্গীর যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। তিনি যেখানে যান, যা করেন সবকিছু নিয়েই হয় বিতর্ক। সেই ধারাবাহিকতায় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিয়েও একের পর এক বিতর্কের জন্ম দিয়ে চলেছেন এই ব্যবসায়ী ও রাজনীতিক।

উল্লেখযোগ্য কোনো সিনেমায় অভিনয় না করেও শিল্পী সমিতির সদস্য হয়ে এবং আরও একধাপ এগিয়ে সমিতির নির্বাচনে প্রার্থী হয়ে তিনি আগে থেকেই বিতর্কিত। এবার তার বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ। তিনি নাকি টাকা দিয়ে ভোট কিনে বেড়াচ্ছেন।

এমন অভিযোগ শোনা গেছে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিল্পীর মুখে, যারা সমিতির ভোটার। এমনকি পুরুষ ভোটারদের দামি পাঞ্জাবি উপহার দেওয়ার প্রলোভনও নাকি দেখাচ্ছেন হেলেনা জাহাঙ্গীর। যার একটি স্কিনশর্ট এসেছে ঢাকা টাইমসের কাছে।

কতটা সত্যি এসব অভিযোগ? জানতে যোগাযোগ করা হয় হেলেনা জাহাঙ্গীরের সঙ্গে। তিনি ঢাকা টাইমস প্রতিবেদককে বলেন, ‘বাবা-মায়ের কসম খেয়ে বলছি, আমি টাকার ব্যাগ সঙ্গে রাখি না। কারণ, আমার মন অনেক দয়ালু, কেউ চাইলে ৫০০ টাকা বের করে দেব। পরে সেটা নিয়ে সারা দেশ তোলপাড় হয়ে যাবে যে হেলেনা জাহাঙ্গীর টাকা দিয়ে ভোট কিনেছে।’

হেলেনা জাহাঙ্গীরের দাবি, তার পেছনে শত্রু লেগেছে। সেই শত্রুরা তাকে নিয়ে বড়োসড়ো গেম খেলছে। তবে তিনি বলেন, ‘প্যানেলের বাইরে নির্বাচনের আগে যারা কষ্ট করে এফডিসিতে আসছেন, তাদের শুধু কনভেন্স বাবদ কিছু টাকা দেওয়া হয়। এর বাইরে কোনো টাকা দেওয়া হয় না।’

চিত্রনায়িকা নিপুণ আক্তারকে তার প্যানেলের লিডার উল্লেখ করে হেলেনা জাহাঙ্গীর বলেন, ‘আমি আমার প্যানেলের বাইরে কোথাও কোনো টাকা দেব না। কারণ আমি প্যানেলের বাইরের কেউ না। নিপুণ যা বলবে তাই হবে। সে যদি বলে এখানে পাঁচ টাকা ছড়াও, সেখানে টাকা দেব। এর বাইরে টাকা দেওয়ার প্রশ্নই ওঠে না।’

অন্যদিকে ভোটারদের পাঞ্জাবির প্রলোভন দেখানোর বিষয়ে হেলেনা জাহাঙ্গীর বলেন, ‘হ্যাঁ, ১০০ পাঞ্জাবি অর্ডার দিয়েছি। তবে আমি সেগুলো আমার ভোটার ভাইদের দেব ভোটে পাস করার পর। আগে কোথাও কিছু দেব না।’

কয়েকজন শিল্পী তার কাছে পহেলা বৈশাখে পাঞ্জাবি চেয়েছিলেন দাবি করে হেলেনা জাহাঙ্গীর বলেন, ‘ভোটার ভাইদের বলেছি, পাঞ্জাবি অর্ডার করেছি, আমি ভোটে পাস করলে সেগুলো দেব।’

এসময় অনুমতি ছাড়া কেউ তার অডিও রেকর্ড প্রকাশ করলে সাইবার ক্রাইমে মামলা ঠুকে দেওয়ার হুমকি দেন হেলেনা জাহাঙ্গীর।

সবশেষ তিনি বলেন, ‘আমি একজন ভুক্তভোগী। অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। আমার ওপর অনেক অন্যায়, অবিচার হয়েছে। আমি শাস্তিও পেয়েছি। এ জন্য আর ভুল করতে চাই না।’

প্রসঙ্গত, ২০২২ সালের সেপ্টেম্বরে মুক্তি পাওয়া ‘ভাইয়া রে’ নামে একটি সিনেমায় কয়েক সেকেন্ডের জন্য অতিথি চরিত্রে দেখা যায় হেলেনা জাহাঙ্গীরকে। সম্প্রতি জানা যায়, তিনি শিল্পী সমিতির সদস্য হয়েছেন।

এই ঘটনা নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক। কারণ, অন্তত পাঁচটি সিনেমায় উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় না করলে তার নাম শিল্পী সমিতিতে অন্তর্ভুক্তির কোনো নিয়ম নেই। অভিযোগ, সেই নিয়মের তোয়াক্কা না করে হেলেনা জাহাঙ্গীরকে সদস্যপদ দেন সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা নিপুণ আক্তার।

এবারের নির্বাচনে মাহমুদ কলি-নিপুণ প্যানেল থেকে কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে লড়ছেন হেলেনা জাহাঙ্গীর। এই প্যানেলের প্রার্থীদের নামের তালিকা প্রকাশ হওয়ার পরই মূলত জানা যায় যে, হেলেনা জাহাঙ্গীর শিল্পী সমিতির সদস্য হয়েছেন।

এফডিসিপাড়ায় কান পাতলে শোনা যায়, ইন্ডাস্ট্রির গরিব শিল্পীদের গার্মেন্টসে চাকরি দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন হেলেনা জাহাঙ্গীর। অভিযোগ, সেই প্রস্তাবে সাড়া দিয়েই গঠনতন্ত্রের বাইরে গিয়ে তাকে শিল্পী সমিতির সদস্যপদ দেন নিপুণ আক্তার। একধাপ এগিয়ে আবার নিজ প্যানেলের প্রার্থীও করেছেন।

আগামী ১৯ এপ্রিল শুক্রবার এফডিসিতে অনুষ্ঠিত হবে শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ। ভোট শুরু সকাল ৯টায়, চলবে বিকাল ৫টা পর্যন্ত। ফলাফল ওইদিনই। এবার নিপুণের প্যানেলের বিপরীতে লড়ছেন মিশা সওদাগর-ডিপজলদের একটি শক্তিশালী প্যানেল।

(ঢাকাটাইমস/১৭এপ্রিল/এলএম/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :