এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হলেন মইদুল ইসলাম

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২৪, ১৮:৪১
অ- অ+

এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন মো. মইদুল ইসলাম। এই পদোন্নতির পূর্বে তিনি একই ব্যাংকের অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আর্থনীতি বিভাগ থেকে কৃতিত্বের সাথে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি ১৯৯২ সালে প্রবেশনারি অফিসার হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এ কর্মজীবন শুরু করেন।

পরবর্তীতে ২০০১ সালে এক্সিম ব্যাংকে সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে যোগদান করেন এবং পর্যায়ক্রমে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখার ব্যবস্থাপক ও আঞ্চলিক ব্যবস্থাপক হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।

শরিয়াভিত্তিক বিনিয়োগ ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ মইদুল ইসলাম সেরা ব্যবস্থাপক হিসেবে ব্যাংকের পরিচালনা পর্ষদ কর্তৃক সম্মাননা ও স্বর্ণপদক লাভ করেছেন। তিনি আই বি বি থেকে ব্যাংকিং ডিপ্লোমা সম্পন্ন করে প্রতিষ্ঠানের সহযোগী সদস্য হয়েছেন।

এছাড়া তিনি বিভিন্ন বিদেশি ব্যাংক কর্তৃক আয়োজিত উচ্চতর বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের উদ্দেশ্যে ভারত, ভূটান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, সৌদি আরব, তুরস্ক, যুক্তরাজ্য ও কানাডা ভ্রমণ করেন।

(ঢাকা টাইমস/১৭এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা