কালকিনিতে পুলিশের তাড়া খেয়ে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

মাদারীপুর প্রতি‌নি‌ধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২৪, ০৯:৪৪
অ- অ+

মাদারীপু‌রের কালকিনিতে পুত্রবধূর দা‌য়ের করা মামলায় পুলিশের তাড়া খেয়ে মোতালেব ঘরামী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ। বুধবার রা‌তে তিনি মারা যান।

নিহত মোতালেব ঘরামী কালকিনি পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম মিনাজদী গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, নিহতের ছেলে জুলহাস ঘরামীর স্ত্রী ডাসার উপজেলার কাজী বাকাই ইউনিয়নের দক্ষিণ ভাউতলী এলাকার ছোরপান সরদারের মেয়ে জিয়াসমিন। তার করা যৌতুকের মামলায় মোতালেব ঘরামীসহ তিন ছেলেকে আসামি করা হয়।

সেই মামলায় বৃহস্পতিবার রাতে পুলিশ আসামিদের ধরতে অভিযান চালায়। এসময় তিন ছেলেকে পুলিশ আটক করলেও মোতালেব ঘরামী দৌড়ে পালিয়ে যান। এরপর পশ্চিম মিনাজদী এলাকার গিয়াসউদ্দিন সরদারের বাড়ির সামনে তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী।

ধারণা করা হচ্ছে, পালাতে গিয়ে ভয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মোতালেব ঘরামী মারা গেছেন। এ ব্যাপারে কথা বলতে কাল‌কি‌নি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনকে একা‌ধিকবার ফোন দিলেও তাকে পাওয়া যায়‌নি।

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা