খিলগাঁওয়ে পরিচ্ছন্নতা কর্মীর ঝুলন্ত লাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ১৮:৪৭ | প্রকাশিত : ১৯ এপ্রিল ২০২৪, ১৮:২৫

রাজধানীর খিলগাঁওয়ে জামাল (২২) নামে এক যুবক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। জামাল খিলগাঁও তালতলা এলাকায় একটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল হাসান জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে সিপাহীবাগ ঝিলপাড় হাসমতের টিনসেড বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করে করে পুলিশ। আইনি প্রকৃয়া শেষে ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

তিনি সুহরত হাল প্রতিবেদনে উল্লেখ করেছেন, অজ্ঞাত নামা অপরাধীরা জামালকে হত্যার পর মরদেহটি ঘরের আড়ার সঙ্গে ওড়না পেচিয়ে ঝুলিয়ে রেখেছিল। এ সময় তার হাত-পা বাধা ছিল।

জানা গেছে, নিহত যুবক জামালপুর সদর উপজেলার শাহবাসপুর গ্রামের নুরু মিয়ার ছেলে। চার ভাই এক বোনের মধ্যে সে ছিল ছোট।

ময়নাতদন্তের শুক্রবার পর বিকালে নিহতের ভাই সেলিম মরদেহ বুঝে নিয়ে যান।

তিনি বলেন, সিপাহিবাগ নতুন রাস্তার পাশে হাসমতের টিনসেড বাড়িতে মা সেলিনা বেগমকে সঙ্গে থাকতো জামাল। মা গ্রামের বাড়ি গিয়েছে। বর্তমানে বাসায় একাই থাকছিল। বৃহস্পতিবার রাতে তার পরিচিত এক মেয়ে ও দুই ছেলে বাসায় গিয়েছিল। ঐ দিন সন্ধ্যা থেকে রাত বারোটার মধ্যে যে কোন সময়ে তারা তাকে হত্যা করে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, শুনেছি এ ঘটনায় তিন জনকে পুলিশ আটক করেছে। (ঢাকাটাইমস/১৯এপ্রিল/এমআর)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

নাগরিক সংগঠন ‘স্পিক বাংলাদেশ’ এর আত্মপ্রকাশ

হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘আয়নাঘর’ নয়, আছে ফুলের বাগান

গ্রিন রোডের কমফোর্ট ডায়াগনস্টিকে ভোক্তার অভিযান, পাঁচ লাখ টাকা জরিমানা

রামপুরায় খাল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার, পুলিশের ধারণ খুন

দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে কথা বলায় চাকরিচ্যুত, পুনর্বহাল দাবি কর্মচারীদের

যান্ত্রিক ত্রুটি: মালিবাগে পুলিশের গাড়িতে আগুন

ব্যাংক ম্যানেজার বাবু ও ডিবি হারুনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

দোকান বরাদ্দের মাধ্যমে পুনর্বাসন চায় ফুলবাড়িয়ার ব্যবসায়ীরা

সাত কর্মদিবসের মধ্যে চাকরি পুনর্বহাল চান পদ্মা ব্যাংকের চাকুরিচ্যুতরা

ডিএমপির এডিসি-এসি পদমর্যাদার ৫১ কর্মকর্তার বদলি

এই বিভাগের সব খবর

শিরোনাম :