খিলগাঁওয়ে পরিচ্ছন্নতা কর্মীর ঝুলন্ত লাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ এপ্রিল ২০২৪, ১৮:২৫| আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ১৮:৪৭
অ- অ+

রাজধানীর খিলগাঁওয়ে জামাল (২২) নামে এক যুবক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। জামাল খিলগাঁও তালতলা এলাকায় একটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল হাসান জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে সিপাহীবাগ ঝিলপাড় হাসমতের টিনসেড বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করে করে পুলিশ। আইনি প্রকৃয়া শেষে ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

তিনি সুহরত হাল প্রতিবেদনে উল্লেখ করেছেন, অজ্ঞাত নামা অপরাধীরা জামালকে হত্যার পর মরদেহটি ঘরের আড়ার সঙ্গে ওড়না পেচিয়ে ঝুলিয়ে রেখেছিল। এ সময় তার হাত-পা বাধা ছিল।

জানা গেছে, নিহত যুবক জামালপুর সদর উপজেলার শাহবাসপুর গ্রামের নুরু মিয়ার ছেলে। চার ভাই এক বোনের মধ্যে সে ছিল ছোট।

ময়নাতদন্তের শুক্রবার পর বিকালে নিহতের ভাই সেলিম মরদেহ বুঝে নিয়ে যান।

তিনি বলেন, সিপাহিবাগ নতুন রাস্তার পাশে হাসমতের টিনসেড বাড়িতে মা সেলিনা বেগমকে সঙ্গে থাকতো জামাল। মা গ্রামের বাড়ি গিয়েছে। বর্তমানে বাসায় একাই থাকছিল। বৃহস্পতিবার রাতে তার পরিচিত এক মেয়ে ও দুই ছেলে বাসায় গিয়েছিল। ঐ দিন সন্ধ্যা থেকে রাত বারোটার মধ্যে যে কোন সময়ে তারা তাকে হত্যা করে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, শুনেছি এ ঘটনায় তিন জনকে পুলিশ আটক করেছে। (ঢাকাটাইমস/১৯এপ্রিল/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লক্ষ্মীপুরে ইলিশের জালে ধরা পড়ল ৮৪ কেজির শাপলা পাতা মাছ
শ্রীপুরে বেতন বৃদ্ধিসহ ৯ দফা দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে পাকিস্তান
জাতীয় নির্বাচন: নওগাঁর ৫ আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা