মির্জাপুরে গরীব ও দুস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ এপ্রিল ২০২৪, ১৮:৩০
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গরীব ও দুস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলা সদরের বাওয়ার কুমারজানী পশ্চিম পাড়ায় আল ইমাম ইসলামিক সেন্টারের উদ্যোগে আল ইমাম মসজিদে সেলাই মেশিন বিতরণ করা হয়।

আল ইমাম ইসলামিক সেন্টারের ‘আত্মকর্মসংস্থান প্রকল্প-২০২৪’ এর আওতায় গরীব দুস্থ নারীদের মাঝে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।

সেলাই মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মির্জাপুর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ড. মুহাম্মদ সালাহ উদ্দিন আশরাফি।

এ সময় অন্যদের মধ্যে আদর্শ শিক্ষক পরিষদের টাঙ্গাইল জেলা সভাপতি অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার, মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, মির্জাপুর উপজেলা ওলামা লীগের সভাপতি ইকরাম ফারুক, ব্যবসায়ী আব্দুল জলিল মিয়া, ওয়াজ উদ্দন ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আল ইমাম ইসলামিক সেন্টারের প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী রুহুল আমিন ইমাম জানান, আল ইমাম ইসলামিক সেন্টারের উদ্যোগে আত্মকর্মসংস্থান প্রকল্প-২০২৪ এর আওতায় উপজেলার বিভিন্ন এলাকার ৮টি গরীব ও দুস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/১৯এপ্রিল/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আন্তর্জাতিক মাতৃভাষা পদক পাচ্ছেন দুজন গবেষক ও এক প্রতিষ্ঠান
চট্টগ্রামে ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রীকে পুলিশের দিলেন বৈষম্যবিরোধীরা
বাণিজ্য বাধা কমিয়ে আনতে সামুদ্রিক যোগাযোগ বৃদ্ধিতে জোর পররাষ্ট্র উপদেষ্টার
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা: নওফেল-রেজাউলসহ ১২৭ জনের বিরুদ্ধে মামলা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা