খুলনায় ১২টি স্বর্ণের বারসহ বাসযাত্রী আটক

খুলনা ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ এপ্রিল ২০২৪, ১৯:৫৬| আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ২০:১৫
অ- অ+

খুলনায় যাত্রীবাহী বাস থেকে ১২টি স্বর্ণের বারসহ মাসুম বিল্লাহ (২৮) নামে একজনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে খুলনা মহানগরীর জিরো পয়েন্টে টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাস থেকে তাকে আটক করা হয়।

মাসুম বিল্লাহ সাতক্ষীরা দেবহাটার পারুলিয়া ইউনিয়নের শাকড়া কোমরপুর এলাকার আলম গাজীর ছেলে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ঢাকা থেকে টুঙ্গিপাড়ার বাসে করে একজন সোনা চোরাকারবারি সাতক্ষীরা আসছে। এমন খবরের ভিত্তিতে জিরোপয়েন্টে চেকপোস্ট বসানো হয়। পরে চেকপোস্টে বাস থেকে একজনকে আটক করা হয়। তার কাছে অভিনব কায়দায় জুতার মধ্যে রাখা ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

জানা গেছে, আটক মাসুম সাতক্ষীরা বর্ডার পর্যন্ত এই স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিলেন। সাতক্ষীরা থেকে ভারতে পাচার হতো এ স্বর্ণ।

উপ কমিশনার বলেন, এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করার চেষ্টা করছি। এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছিল সেগুলোর তদন্ত করছি। আর আজকের ঘটনারও তদন্ত করা হবে।

ঢাকাটাইমস/২০এপ্রিল/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুস্থ দেহে সুন্দর মন, জানুন নীরোগ থাকার মন্ত্র
ঢাকায় আসছেন চীনের বাণিজ্যমন্ত্রী, সঙ্গে থাকবেন শতাধিক বিনিয়োগকারী 
মেদ ঝরাতে নিয়মিত খাচ্ছেন লেবু-পানি? লাভের বদলে ক্ষতি ডেকে আনছেন না তো
ইউনাইটেড গ্রুপ আ.লীগের সবচেয়ে বড় সুবিধাভোগী ও বহুল বিতর্কিত তবু কেন ধরাছোঁয়ার বাইরে?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা