মন্দিরে আগুন দেওয়ার সন্দেহে দুই শ্রমিককে হত্যার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২০ এপ্রিল ২০২৪, ২৩:১২

ফরিদপুরে মন্দিরে আগুন দেওয়ার সন্দেহ থেকে স্থানীয় হিন্দুদের দ্বারা দুই নির্মাণশ্রমিককে পিটিয়ে হত্যা ও চারজনকে আহত করার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে গণ অধিকার পরিষদ।

শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব মো. তারেক রহমান বলেন, কোনো প্রমাণ নাই কে আগুন দিয়েছে। সন্দেহের বসে এভাবে হাত পা বেঁধে নির্মমভাবে পিটিয়ে হত্যা করল তারা। ভারতের উগ্র হিন্দুবাদীদের দ্বারা উৎসাহ পেয়ে এমন করেছে তারা বলে আমি মনে করছি।

মানববন্ধন কর্মসূচিতে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য ও সাবেক মহানগর উত্তর এর সদস্য সচিব জিয়াউর রহমান বলেন, মুসলিমদের ওপর নিপীড়ন চলছে এই সরকারের সময়। ইতিপূর্বে অধিকাংশ ঘটনায় তাদের নেতাকর্মীদের সম্পৃক্ততা পাওয়া গেছে সেগুলোর বিচার হয় না। আজ শুধু সন্দেহের বশে দুই মুসলিম নির্মাণশ্রমিককে পিটিয়ে মারল হিন্দুরা।

কর্মসূচিতে শ্রমিক অধিকার পরিষদের নবগঠিত কমিটির আহবায়ক, সদস্য সচিবসহ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

ঢাকাটাইমস/২০এপ্রিল/জেবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :