পাবনায় অস্ত্র ও গুলিসহ এক যুবক গ্রেপ্তার

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ১৪:২৩ | প্রকাশিত : ২১ এপ্রিল ২০২৪, ১৪:০৭

পাবনার আটঘরিয়ায় অস্ত্র ও গুলিসহ আরিফুল ইসলাম জয় (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার রাত ৮টার দিকে উপজেলার দেবোত্তর ইউনিয়নের সিংগরিয়া এলাকা থেকে তাকে অস্ত্রগুলিসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আরিফুল ইসলাম জয় দেবোত্তর ইউনিয়নের চাঁদপুর গ্রামের মো. ইয়াকুর আলী ব্যাপারীর ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের এসআই বেনু রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে আটঘরিয়ার সিংহরিয়া গ্রামে অভিযানে যায় গোয়েন্দা পুলিশ। এসময় আরিফুল ইসলাম জয়ের কাছ থেকে তল্লাশি চালিয়ে একটি ওয়ান সুটার গান, ৩ রাউন্ড গুলিসহ তাকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আটঘরিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাদিউল ইসলাম জানান, আসামিকে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

(ঢাকা টাইমস/২১এপ্রিল/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :