রাজৈরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত ৩০

​​​​​​​মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০২৪, ১৬:১৩
অ- অ+

মাদারীপুরের রাজৈরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুই বাসের চালকসহ প্রায় ৩০ জন যাত্রী আহত হয়েছে।

রবিবার দুপুর ১২টার সময় উপজেলার বড় ব্রিজ নামক স্থানে ঢাকা-বরিশাল মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে

আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে দুই বাস চালকের অবস্থা গুরুতর দুর্ঘটনার পরে মহাসড়কের দুই পাশে প্রায় কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। সময় চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীরা।

পুলিশ স্থানীয়দের কাছ থেকে জানা যায়, একটি ইজিবাইককে ওভারটেক করার সময় ঢাকাগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা বরিশালগামী কাজী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুটি বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে দুটি বাসের চালক বাসের স্টিয়ারিংয়ের মধ্যে চাপা পড়ে যায় পরে পুলিশ এসে অনেক চেষ্টার পর তাদের উদ্ধার।

পরে গুরুতর আহত হানিফ পরিবহনের চালক ইব্রাহিম (২৮) কাজী পরিবহনের চালক নাছির (৫৫), যাত্রী রাকিব (১৮), আরিফ শিকদার (৪৫) তিতি মৌলিককে (২৪) রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অন্যান্য যাত্রীদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন

(ঢাকাটাইমস/২১এপ্রিল/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইতালি সফর শেষে দেশে ফিরলেন বিমানবাহিনী প্রধান
বিমানবন্দরে পেটের ভেতর ইয়াবা বহনকালে মাদক কারবারি গ্রেপ্তার
অন্তর্বর্তী সরকার সংস্কার-নির্বাচন কোনোটা ঠিকমত করতে পারবে কিনা সংশয়: মঞ্জু
বিজয়নগর সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির টহল জোরদার 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা