সোশ্যাল ইসলামী ব্যাংকের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০২৪, ১৮:১১
অ- অ+

সোশ্যাল ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের তিন সপ্তাহব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

রবিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে সোশ্যাল ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে শুরু হয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন।

এসময় ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মো. শফিকুল ইসলামসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিভিন্ন শাখার মোট ৪০ জন কর্মকর্তা এতে অংশগ্রহণ করছেন।

প্রধান অতিথির বক্তব্যে জাফর আলম বলেন, নিজেকে যুগোপযোগী করে তুলতে ও কর্মদক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। তিনি বলেন, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কর্মক্ষেত্রে যথাযথভাবে কাজে লাগাতে হবে এবং সততা ও আন্তরিকতার সাথে সেবা প্রদানের মাধ্যমে ব্যাংককে এগিয়ে নিতে হবে।

(ঢাকা টাইমস/২১এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্বের ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি
লঙ্কানদের মাটিতে ইতিহাস গড়া জয় টাইগারদের
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ও ছবি ছড়াচ্ছে আ.লীগ: প্রেস উইং
গোপালগঞ্জে কড়াকড়ি কারফিউ চলছে, আজ সন্ধ্যা পর্যন্ত বলবৎ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা