বিমানে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক প্রশিক্ষণ 

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০২৪, ১৮:৫১
অ- অ+

বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারে (বিএটিসি) তে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (অতিরিক্ত সচিব) শফিউল আজিম, পরিচালক গ্রাহক সেবা (যুগ্মসচিব) মো. মতিউল ইসলাম চৌধুরী, বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সকল স্তরের কর্মচারীরা কর্মশালায় উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মশালায় এভিয়েশন ও পর্যটন খাতের টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা হয়। তথ্য ও প্রযুক্তি ভিত্তিক পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থার সাথে সমন্বয়ের লক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন বিষয়ে আলোকপাত করা হয়।

প্রশিক্ষণ কর্মশালা শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন বিএটিসি’র কার্যক্রম পরিদর্শন করেন। তিনি বিএটিসি কে এভিয়েশন বিষয়ক একটি পূর্ণাঙ্গ একাডেমিতে রূপান্তরের বিষয়ে পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করেন।

(ঢাকা টাইমস/২১এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে হবে, প্রবেশ করা যাবে না বাসায়, থাকছে যেসব নিষেধাজ্ঞা
২২ বছর পর ৫ মে স্কাইপ চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে
দোহার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হক গ্রেপ্তার
‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালাল ইয়েমেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা