ফেসবুকে পোস্ট দেওয়ায় জবি ছাত্রলীগ নেতাকে হুমকি, থানায় জিডি

জবি প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৪ মে ২০২৪, ২৩:২৫
অভিযোগকারী ছাত্রলীগ নেতা রাসেল

ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদককে মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী ওই ছাত্রলীগ নেতার নাম রাসেল আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এনিয়ে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন ভুক্তভোগী।

জিডি সূত্রে জানা গেছে, ৩ মে (শুক্রবার) ‘Moushumi Rahman’ নামক একটি ফেসবুক আইডির একটি পোস্ট ভুক্তভোগীর মন মতো না হওয়ায় ‘Rasel Ahmed’ নামক ফেসবুক একাউন্ট থেকে প্রতিবাদমূলক একটি স্ট্যাটাস দেন তিনি। স্টাটাস দেওয়ার পরই অভিযুক্ত আইডির অনুসারীরা তাদের আইডি থেকে বিভিন্নভাবে হুমকি প্রদর্শন করে।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে রাসেল আহমেদ বলেন, ‘আমাদের এলাকার একটা প্রোগ্রামের অনুষ্ঠানের ব্যানার দেখে আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে। তাই আমি ফেসবুকে স্টাটাসের মাধ্যমে আয়োজক এবং অনুষ্ঠানের বক্তা মৌসুমী রহমানের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। এই প্রতিবাদের ফলপ্রসূত উপজেলা ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমানের চাচাতো ভাই আমাকে হুমকি দিয়ে বলছে এলাকায় গেলে আমাকে মারবে। এর আগেও আমার বাবা-মাকে তারা অপদস্ত করেছেন। এনিয়ে কোতোয়ালি থানায় একটি অভিযোগ করেছি।’

অভিযুক্ত রিফাত সরকার বলেন, ‘আমি রাসেলকে বলেছি তোমার সঙ্গে শুধু ফোনে কথা বলছি। এটাকে হুমকি ধামকি কিছু মনে করবে না। তুমি আমার এলাকার মামা হও, সেক্ষেত্রে তোমার সঙ্গে আমার হুমকি ধামকি না, আমি তোমাকে ভালোভাবে বুঝিয়ে বলছি। তুমি একটা ব্যানার নিয়ে প্রতিবাদ জানিয়েছো তো ব্যানার নিয়ে প্রতিবাদ করো। সেই প্রোগ্রামের আয়োজকদের সম্পর্কে তো তুমি এসব বলতে পারো না।’

ঢাকা টাইমসের সাংবাদিককে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনি যদি মনে করেন আমাকে হুমকি দিতে ফোন করেছেন তাহলে আপনি ভুল করছেন। আপনার নামেও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা মনে হয় এতক্ষণে হয়ে গেছে। আপনিও ফোন পেয়ে যাবেন।’

অভিযোগ প্রসঙ্গে মৌসুমী রহমানের বক্তব্য জানতে তার মোবাইলে ফোন দিলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/০৪মে/এসকেএস/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

বেরোবিতে মাদক সেবন অবস্থায় ৪ শিক্ষার্থী আটক 

শীর্ষ ৮ পদে পরিবর্তন আনছে চবি

‘প্রাচ্যের মানবিকতা ও ঐতিহ্যপূর্ণ সংস্কৃতির প্রাণশক্তি দিয়ে বিশ্বকে গড়ে তুলতে হবে’

‘শেখ হাসিনার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে ফিরে এসেছে বাংলাদেশের স্বয়ংসম্পূর্ণতা’

লেখাপড়ায় থিউরির পাশাপাশি ব্যবহারিক জ্ঞান অর্জন করতে হবে: চবি উপাচার্য

হাবিপ্রবিতে পক্ষকালব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন 

ইবিতে ১২ কোটি টাকা ব্যয়েও মিলছে না কাঙ্ক্ষিত পরিবহন সেবা

একাদশে পাঠদান শুরু ৩০ জুলাই

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফলাফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি কনসালটেন্ট সরোয়ারের মৃত্যুতে উপাচার্যের শোক

এই বিভাগের সব খবর

শিরোনাম :