চীনের হাসপাতালে ছুরি হামলায় দুইজন নিহত, আহত ২১

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ০৭ মে ২০২৪, ১৫:১৪ | প্রকাশিত : ০৭ মে ২০২৪, ১৫:০৩

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ঝেনসিয়ং কাউন্টিতে একটি হাসপাতালে এক ব্যক্তির ছুরিকাঘাতে দুই জন নিহত এবং ২১ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

মঙ্গলবার কাউন্টির অফিসিয়াল উইচ্যাট অ্যাকাউন্টে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ঝেনসিয়ং কাউন্টির চেংনান হাসপাতালে একটি ছুরি হামলার ঘটনা ঘটেছে, যার ফলে দুইজন মারা গেছে এবং ২১ জন আহত হয়েছে।’

সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি হাসপাতালের নিকটবর্তী একটি গ্রামের বাসিন্দা। তবে কি কারণে তিনি এই ঘটনা ঘটিয়েছেন তা এখনো স্পষ্ট না, তদন্ত করে বিস্তারিত জানা যাবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান কর্মকর্তারা।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দ্য পেপার- এ প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি হাসপাতালের লবিতে লাঠি হাতে আরেক ব্যক্তিকে থামানোর চেষ্টা করছে, যার হাতে ছুরি রয়েছে, সেই সময়েই পুলিশ অফিসাররা ঘটনাস্থলে পৌঁছেছে।

চীনে ব্যাপক সহিংস অপরাধ বিরল, মূলত নাগরিকদের আগ্নেয়াস্ত্র রাখার ব্যাপারে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার, তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।

গত আগস্টে ইউনানে মানসিক অসুস্থ এক ব্যক্তি ছুরি দিয়ে লোকদের আক্রমণ করার পর দুইজন মারা যান এবং আরও সাতজন আহত হন।

গত মাসেও দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশে একটি কিন্ডারগার্টেনে ছুরিকাঘাতে ছয়জন নিহত এবং একজন আহত হয়। এছাড়া ২০২২ সালের আগস্টে দক্ষিণ-পূর্ব চীনের জিয়াংজি প্রদেশের একটি কিন্ডারগার্টেনে ছুরির হামলায় তিনজন নিহত এবং ছয়জন আহত হয়েছিল।

সূত্র: এএফপি

(ঢাকাটাইমস/০৭মে/এমআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ইরানের প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ অনেকে

ইসরায়েলি সরকারে ভাঙনের সুর, যুদ্ধকালীন মন্ত্রীর পদত্যাগের হুমকি

রাফা ছেড়ে পালিয়েছে ৮ লাখ লোক: জাতিসংঘ

আফগানিস্তানে আকস্মিক বন্যায় অন্তত ৫০ জনের মৃত্যু

বুথিডং শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিলো আরাকান আর্মি

এবার কোভ্যাক্সিনেও পার্শ্বপ্রতিক্রিয়া! যেসব উপসর্গ দেখা দিচ্ছে

ইসরায়েলের সঙ্গে দীর্ঘমেয়াদে লড়াইয়ের জন্য প্রস্তুত হামাস: আল-কাসাম ব্রিগেড

আফগানিস্তানে তিন স্প্যানিশ পর্যটককে গুলি করে হত্যা 

চলন্ত বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে ৯ জনের মৃত্যু

‘পানির উৎস নিয়ে বিরোধ’ বিশ্বজুড়ে সংঘাত সৃষ্টি করছে: এরদোয়ান 

এই বিভাগের সব খবর

শিরোনাম :