দ. আফ্রিকায় ভবন ধসে নিহত ৫, ধ্বংসস্তূপে আটকা অর্ধশতাধিক

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৭ মে ২০২৪, ১৭:১৮

দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশের জর্জ শহরে একটি নির্মাণাধীন পাঁচতলা ভবন ধসে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বহু শ্রমিক এখনও ধ্বংসস্তূপে আটকা পড়েছেন বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।

মঙ্গলবার জরুরি কর্মকর্তারা জানিয়েছেন, নির্মাণাধীন ভবনটি সোমবার বিকেলে ধসে পড়ে, এতে ৭০ জনেরও বেশি শ্রমিক আটকা পড়ে। এখনও পর্যন্ত ২৪ জনকে ধ্বংসস্তূপ থেকে বের করা হয়েছে।

স্থানীয় টেলিভিশনের ফুটেজে দেখা যাচ্ছে, উদ্ধারকর্মীরা আরও কর্মীকে জীবিত উদ্ধারের আশায় ধ্বংসস্তূপ খনন করছেন।

ওয়েস্টার্ন কেপ প্রিমিয়ার অ্যালান উইন্ড বলেছেন: ‘জরুরী কর্মীদের তাদের প্রক্রিয়া ত্বরান্বিত করতে সমস্ত প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে। এই মুহূর্তে কর্মকর্তারা জীবন বাঁচানোর দিকে মনোনিবেশ করছেন। এই পর্যায়ে এটি আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ভবন ধসে নিহত পাঁচজনের স্বজন ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

রামাফোসার কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ‘সেই পরিবারগুলো যারা প্রিয়জনকে হারিয়েছে এবং সেই সঙ্গে ধ্বংসস্তূপে আটকা পড়া ৫০ জনেরও বেশি লোকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রেসিডেন্ট।’

বিবৃতিতে আরও বলা হয়, এই ধরনের বিপর্যয়ের পুনরাবৃত্তি রোধ করতে এ ঘটনার সঠিক কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট।

সূত্র: আনাদোলু

(ঢাকাটাইমস/০৭মে/এমআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :