সুনামগঞ্জে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ০৮ মে ২০২৪, ১৩:১২| আপডেট : ০৮ মে ২০২৪, ১৩:৩৮
অ- অ+

সুনামগঞ্জের শাল্লায় উপজেলা নির্বাচনে ঘোড়া ও আনারস প্রতীকের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের ১৫ জন আহত হয়েছেন।

বুধবার সকালে শাল্লা উপজেলার ৪ নম্বর ইউনিয়নের চব্বিশা গ্রামের কেন্দ্রের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টা থেকে শাল্লা উপজেলা পরিষদের নির্বাচন শুরু হওয়ার পর থেকে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অবনী মোহন দাস ও আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী গণেন্দ্র চন্দ্র সরকারের সমর্থকরা কেন্দ্রে আসা ভোটারদের নানাভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানায়। এর জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের ১৫ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সংঘর্ষের ঘটনা নিশ্চিত করে জানিয়েছেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। কেন্দ্রের সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

(ঢাকা টাইমস/০৮মে/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে ৮১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কুবি ছাত্রলীগ নেতা ভিক্টোরিয়া কলেজ থেকে আটক
গত ৫৩ বছর দেশে শুধু বিভক্তি দেখেছে মানুষ: জামায়াত আমির
মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা