ঢাবিতে ৫ম আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব শুরু

​​​​​​​ঢাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ মে ২০২৪, ২২:৩৩
অ- অ+

ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশনের (ডুমা) উদ্যোগে দুই দিনব্যাপী পঞ্চম আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব-২০২৪ শুরু হয়েছে। বুধবার (২২ মে) বিকালে টিএসসি এলাকায় এক ্যালির মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর সন্ধ্যায় অনুষ্ঠিত এক আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক . সীতেশ চন্দ্র বাছার উৎসবের উদ্বোধন ঘোষণা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশনের সভাপতি নিয়াজ মাখদুম সিনার সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান . মো. মুমিত আল রশীদ, বাংলাদেশ মুক্তিযুদ্ধ যাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, নিউজিল্যান্ড ডব্লিওএসডিএর বিজনেস ডেভেলপমেন্টের ভাইস প্রেসিডেন্ট আহমেদ বারি বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন।

সভায় অধ্যাপক . সীতেশ চন্দ্র বাছার বলেন, মূকাভিনয়ের মাধ্যমে বাংলাদেশে সংস্কৃতিতে যে জাগরণ সৃষ্টি হয়েছে তা আরও বহুদূর এগিয়ে যাবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশন তা সামনে থেকে নেতৃত্ব দিবে। ইতিমধ্যে তারা এটা প্রমাণ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশন বিদেশের মাটিতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে। আশা করি, আগামীতেও ধারা অব্যাহত থাকবে। আমি ৫ম আন্তর্জাতিক মূকাভিনয় উৎসবের সার্বিক সফলতা কামনা করছি।

সভাপতির বক্তব্যে নিয়াজ মাখদুম সিনা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশন মূকাভিনয়ের মাধ্যমে দেশকে ছাপিয়ে বিদেশের মাঠিতেও বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে এবং এই ধারাবাহিকতা ধরে রাখতে প্রতিবছরই আমরা ইন্টারন্যাশনাল মাইম ফেস্টিভ্যাল আয়োজন করি।

ডুমার মডারেটর . ফাদার তপন সি. ডি রোজারিও সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন। এছাড়া, সংগঠনটির সাধারণ সম্পাদক মো. শাহজালাল সিদ্দিকী স্মরন, সহ-সভাপতি মো. তারেক হাসান শান্ত সাংগঠনিক সম্পাদক রিয়াজুল করিম রোমান অনুষ্ঠান সঞ্চালন করেন।

আলোচনা সভা শেষে মূকাভিনয় প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন- শাহরিয়ার শাওন, পাওলো আভাতেনিও (ইতালি), ভারত থেকে আগত প্রণবজ্যোতি দাস, রতন চক্রবর্তী গৌতম সাহা। এছাড়া, এতে জলছবি মাইম থিয়েটার- কিশোরগঞ্জ, নাট্যতরী থিয়েটার মুক্তবিহঙ্গ-রংপুর মূকাভিনয় দল অংশ নেয়।

আয়োজকরা বলছেন, দুইদিনব্যাপী আয়োজিত এই উৎসবে বাংলাদেশসহ ভারত, ইতালি দক্ষিন কোরিয়ার মোট ১২টি মূকাভিনয় দল অংশগ্রহণ করার কথা রয়েছে। এতে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৯টা পর্যন্ত মূকাভিনয় প্রদর্শনী হবে। আগামীকাল (২৩ মে) রাত টায় ডুমার মূকাভিনয় শিল্পীদের সার্টিফিকেট এবং ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে উৎসবটির সমাপ্তি ঘটবে।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশন ২০১১ সালের ২৭ ফেব্রুয়ারী টিএসসির সবুজ চত্ত্বরে মীর লোকমানের হাত ধরে যাত্রা শুরু করে। এখন পর্যন্ত ৭০০ টিরও অধিক প্রদর্শনীর মাধ্যামে দেশ বিদেশে সুনাম অর্জন করেছে। দেশের পাশাপাশি বিদেশের বিভিন্ন মঞ্চে বাংলাদেশের মূকাভিনয়কে পরিচয় ঘটানোর ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশন কাজ করে যাচ্ছে।

(ঢাকাটাইমস/২২মে/এসকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অবৈধ সম্পদ অর্জনের দায়ে জি কে শামীমের সাড়ে পাঁচ বছর কারাদণ্ড
বাংলাদেশের বিপক্ষে ড্র মানতেই পারছে না ভারত
কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২
ঈদে ৯ দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা