ঝালকাঠিতে নির্বাচন পরবর্তী সহিংসতা, আহত ৪ 

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ২২ মে ২০২৪, ২২:৫৪ | প্রকাশিত : ২২ মে ২০২৪, ২২:৪৪

ঝালকাঠির সদর উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের রাজপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সদর উপজেলার রাজপাশা গ্রামের দিলু মজুমদারের ছেলে মুন্না মজুমদার (২০), শামসুল হকের ছেলে রাসেল (৩২), হুমায়ুন কবির শেখের ছেলে মাহমুদ শেখ (২৭) ও হৃদয় শেখ (২৫)।

তারা সকলেই সদর উপজেলা নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী খান আরিফুর রহমান ও কাপ পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিন খান সুরুজের কর্মী বলে জানা গেছে।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ঝালকাঠি সদর উপজেলার উত্তর মানপাশা গ্রামে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান হোসেন খানের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ব্যবসায়ী কেএস জাহিদের বাড়ির প্রধান ফটকে অগ্নিসংযোগ ও দুই রাউন্ড গুলি ছোঁড়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আত্মরক্ষার্থে ব্যবসায়ী কেএস জাহিদও তার লাইসেন্স করা পিস্তল দিয়ে ফাঁকা গুলি করেছেন। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ব্যবসায়ী কেএস জাহিদ বলেন,‘ আমি একজন প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলাম এজন্য হয়ত আমার উপরে কেউ ক্ষিপ্ত ছিল তাই আমার বাড়ির প্রধান ফটকে অগ্নিসংযোগ ও গুলি ছুঁড়েছে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, দুপক্ষের হামলায় চারজন আহত হয়েছেন। আহতরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। একজনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ঝালকাঠি সদর উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খান আরিফুর রহমান আনারস প্রতীকে ৩৩ হাজার ৯৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক সুলতান হোসেন খান। দোয়াত কলম প্রতীকে তিনি পেয়েছেন ১৫ হাজার ৯৭১ ভোট।

(ঢাকাটাইমস/২২মে/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

ঈদে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা, নেই অগ্রিম বুকিং

পাটুরিয়া ফেরিঘাটে যাত্রী বেশি ভোগান্তি কম, নির্বিঘ্নে পার হচ্ছে ঘরমুখো মানুষ

নিখোঁজের ৩ দিন পর পায়রা নদী থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

লংগদুতে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু, কাপ্তাই লেকে নিখোঁজ ১

বোয়ালমারীতে ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

বেনাপোলে যাত্রীদের উপচে পড়া ভিড়, পেট্রাপোল ইমিগ্রেশনে ভোগান্তি চরমে

১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা রংপুর সিটি মেয়রের

সখিপুরে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

এসপির নামে ফেসবুক আইডি খুলে প্রতারণা, দুই যুবক আটক

লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

এই বিভাগের সব খবর

শিরোনাম :