বিজিবির তথ্যে গাইবান্ধায় গ্রেপ্তার শাহারুল, চাকরি দেওয়ার নামে করত প্রতারণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৪ মে ২০২৪, ১৮:১৩ | প্রকাশিত : ২৪ মে ২০২৪, ১৬:৫৪

বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গাইবান্ধার পলাশবাড়ী থেকে প্রতারক শাহারুলকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শাহারুল নিয়োগ প্রতারক চক্রের হোতা হিসেবে কাজ করতেন।

বৃহস্পতিবার রাতে বিজিবির দেওয়া তথ্যের ভিত্তিতে র‍্যাব তাকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে সেনাবাহিনী, পুলিশ বিজিবির উচ্চপদস্থ কর্মকর্তা সম্বলিত পরিচয়পত্র, বিভিন্ন চাকরি প্রত্যাশীদের দেওয়া ফাঁকা চেকবই এবং স্টাম্প জব্দ করা হয়েছে।

শাহারুল একসময় বিজিবিতে চাকরি করতেন। একাধিক অপরাধে বিজিবি থেকে চাকুরিচ্যুত হন

বিজিবি বলছে, শাহারুল ২০০৫ সালে বিজিবিতে যোগ দেন। কর্মরত অবস্থায় বেসামরিক ব্যক্তিদের যোগসাজসে বিভিন্ন জেলার প্রার্থীদের বিজিবিতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করতেন। পরে ২০২০ সালের ২৭ অক্টোবর সুনিদিষ্ট অভিযোগে তাকে ছয়মাসের কারাদণ্ডসহ চাকুরিচ্যুত করা হয়।

পরবর্তীতে শাহারুল বিভিন্ন দালালচক্রের মাধ্যমে সাধারণ চাকরি প্রার্থীদেরকে প্রলুদ্ধ করার জন্য ভুয়া পরিচয়পত্র বানিয়ে নিজেকে বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন অফিসার পরিচয় দিয়ে প্রতারণায় নামেন। এই ভুয়া পরিচয়ের আড়ালে সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি অন্যান্য সরকারি সংস্থায় চাকরি দেওয়ার কথা বলে সাধারণ মানুষের সঙ্গে দীর্ঘদিন প্রতারণা করে আসছিলেন তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহারুল অপরাধের কথা স্বীকার করেছেন।

র‌্যাব বলছে, তার বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মামলা হয়েছে।

এদিকে বিজিবি বলছে, বিজিবিতে চাকরির ক্ষেত্রে শাহরুলদের মতো প্রতারকচক্র থেকে সবাইকে দুরে থাকতে হবে। পাশাপাশি চাকরি পাওয়ার পর প্রতারকচক্রের সঙ্গে কোনো ধরণের যোগাযোগ থাকার তথ্য পাওয়া গেলে চাকুরিরত বিজিবি সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।

(ঢাকাটাইমস/২৪মে/এসএস/কেএম)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

সহকর্মী হত্যায় পুলিশ সদস্য কাওছার রিমান্ড শেষে কারাগারে

ছাই-রঙ দিয়ে গবাদিপশু মোটাতাজাকরণ ওষুধ বানাতেন পিতা-পুত্র

পশুবাহী গাড়িতে চাঁদাবাজি: দুই এসআইসহ পাঁচ পুলিশ সদস্য বরখাস্ত

এমপি আনার হত্যা মামলার তদন্তে কোনো চাপ নেই: ডিএমপি কমিশনার

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২০, মামলা ১৫

ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবিযুক্ত বিজ্ঞাপনে প্রতারকদের ফাঁদ

আনার হত্যা: দায় স্বীকার করে গ্যাস বাবুর জবানবন্দি

সড়কে পশুবাহী ট্রাক থামাচ্ছে র‌্যাব, যা বললেন বাহিনীর মুখপাত্র

ট্রেনের টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, গ্রেপ্তার ১০

দেশের বাজারের ৪০ শতাংশই অবৈধ মোবাইল ফোন, এক আইএমইআইয়ে চলছে দেড় লাখ

এই বিভাগের সব খবর

শিরোনাম :