আগামী ৫ জুন কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলায় নির্বাচন
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে স্থগিত হওয়া চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৫ জুন চতুর্থ ধাপে অনুষ্ঠিত হবে।
গত মঙ্গলবার ঘূর্ণিঝড় রেমালের প্রভাবের কারণে বিদ্যুৎ বিভ্রাটসহ নির্বাচনের সার্বিক পরিবেশ না থাকায় তৃতীয় ধাপে ২৯ মে অনুষ্ঠেয় এই দুই উপজেলার নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনের তারিখসহ এই সংক্রান্ত চিঠি রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠান নির্বাচন কমিশনের উপসচিব (নির্বাচন পরিচালনা-২) মো. আতিয়ার রহমান।
চিঠিতে উল্লেখ করা হয়, ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপে ২৯ মে অনুষ্ঠেয় চাঁদপুর জেলার ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলা পরিষদের নির্বাচন যে পর্যায় থেকে স্থগিত করা হয়েছিল সে পর্যায় থেকে শুরু করে আইন ও বিধি অনুসারে পূর্বে নির্দেশনার আলোকে পদ্ধতিগতভাবে চতুর্থ ধাপে ৫ জুন তারিখে ভোট গ্রহনের মাধ্যমে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।
বর্ণিতাবস্থায় উল্লেখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
(ঢাকাটাইমস/৩০মে/এজে)
মন্তব্য করুন