আইনের বাইরে সেবা দেওয়া যাবে না: ইসির নতুন সচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ৩০ মে ২০২৪, ১৭:৪৫ | প্রকাশিত : ৩০ মে ২০২৪, ১৬:৩৪

কাউকে আইনের বাইরে গিয়ে সেবা দেওয়া যাবে না মন্তব্য করে নির্বাচন কমিশনের (ইসি) নতুন সচিব শফিউল আজিম বলেছেন, ‘আমরা তো রাজনীতির ভেতরেই বসবাস করি। সরকার, রাজনৈতিক দল, জনগণ- সবকিছু মিলিয়েই গণতন্ত্র। কাউকে আইনের বাইরে গিয়ে সেবা দেওয়া যাবে না। আপনাদের (জনগণের) যেটি প্রাপ্য সেটি একশভাগ দেওয়া সম্ভব।

বৃহস্পতিবার আগারগাঁও নির্বাচন ভবনে বিদায়ী সচিব মো. জাহাংগীর আলম নতুন সচিবের যৌথ সংবাদ সম্মেলনে শফিউল আজিম এমন মন্তব্য করেন।

এর আগে, গত ২১ মে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিউল আজিমকে পদোন্নতি দিয়ে নির্বাচন কমিশনের সচিব হিসেবে নিয়োগ দেয় সরকার। অন্যদিকে জাহাংগীর আলমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে নিয়োগ দেওয়া হয়।

শফিউল আজিম বলেন, আমি সব সময় মুক্ত তথ্য প্রবাহে বিশ্বাস করি, স্বচ্ছতায় বিশ্বাস করি। ২৯ বছরের দীর্ঘ চাকরি জীবনে কাজ করতে গিয়ে এজন্যে অসাধারণ প্রতিদানও পেয়েছি।

সংবাদ সম্মেলনে বিদায়ী সচিব মো. জাহাংগীর আলম বলেন, আপনারা আমার কাছে তথ্য চাইতেন। অনেক সময় তথ্য থাকতো না। আপনারা আমাকেখোঁচাদিতেন। আমি হয়তোবা আপনাদের সঙ্গে এমন আচরণ করছি যা শোভন না। তবে আমাদের স্বচ্ছতার কোনো ঘাটতি ছিলো না।

বিদায়ী সচিব বলেন, আমার আচরণে আপনাদের সহসা কষ্ট দিতে চাইনি। তবুও বিদায় বেলায় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সব সময় গণমাধ্যমের সহযোগিতা পেয়েছি। আপনারাই আমাদের জনগণের কাছে চিনিয়েছেন।

মো. জাহাংগীর আলম সময় তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ৮৭ উপজেলায় ৩৮ শতাংশ ভোট পড়েছে বলেও জানান। তিনি বলেন, ভোট পড়ার হার আরও বাড়তে পারে৷ কারণ ৮৭ কেন্দ্রের পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি। এর আগে বুধবার (২৯ মে) প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন, ৩৫ শতাংশের কম-বেশি ভোট পড়েছে।

(ঢাকাটাইমস/৩০মে/এলএম/কেএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :