বিশ্বকাপ উন্মাদনায় ‘ডঙ্কা সং’ নিয়ে এলো রবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ মে ২০২৪, ১০:০৫
অ- অ+

বেজে উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসছে নবম আসর। এ নিয়ে ইতোমধ্যেই নানা আয়োজন ও উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তবে সবকিছু ছাপিয়ে সবার নজর কেড়েছে বাংলাদেশ ক্রিকেট টিমের গর্বিত স্পন্সর রবি আজিয়াটা লিমিটেডের ক্রিকেট নিয়ে নতুন গান ‘বাজে ডঙ্কা নাই শঙ্কা, জানি পারবে তুমিও’।

শহরে-গ্রামে, মাঠে-ঘাটে সবখানেই বাজছে গানটি। টেলিভিশনের পর্দা ও মোবাইলের স্ক্রিনে চলছে বারবার।

জনপ্রিয় কণ্ঠশিল্পী শারমিন সুলতানা সুমি ও পান্থ কানাইয়ের গাওয়া এবং গীতিকার আদনান আদিব খানের লেখা ‘বাজে ডঙ্কা নাই শঙ্কা, জানি পারবে তুমিও’ গানটি এরই মধ্যে সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে। স্পটিফাইতেও গানটি রিলিজ পেয়েছে। *28466*66# ডায়াল করে ‘গুনগুন’-এর মাধ্যমে কলার টিউন হিসেবেও এই গান সেট করা যাবে।

রবি আজিয়াটা লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, ‘দেশের ক্রিকেট ভক্ত এবং সংগীতপ্রেমীদের কাছ থেকে ‘ডঙ্কা’ গানের এত সাড়া দেখে আমরা আনন্দিত। আশা করি গানটি আমাদের টিমের মনোবল বাড়িয়ে তুলবে। সেই সঙ্গে বিশ্বকাপের এই রোমাঞ্চকর যাত্রায় গানটি আমাদের ক্রিকেটার ও সমর্থকদের জয়ের জন্য অনুপ্রাণিত করবে।’

সারাদেশের অগণিত ক্রিকেট ভক্ত ও কন্টেন্ট ক্রিয়েটররা যেন ক্রিকেটের উন্মাদনায় একাত্ম হয়ে বিশ্বকাপ অভিযাত্রায় বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ দিতে পারে, তাই রবি শুরু করেছে ‘রবি ডঙ্কা চ্যালেঞ্জ’। এই চ্যালেঞ্জে ডঙ্কা গানের সঙ্গে #পারবেতুমিও ব্যবহার করে টিকটক, ফেসবুক, ইন্সটাগ্রামসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ক্রিকেট ফ্যান ও কন্টেন্ট ক্রিয়েটররা তাদের বানানো ভিডিও শেয়ার করছে।

সেখান থেকে সেরা ফ্যান ভিডিওগুলো প্রকাশ করবে রবি। এছাড়া হাজারো ক্রিকেট ভক্ত বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজে খেলা চলাকালীন স্বতঃস্ফূর্তভাবে এই গানের সঙ্গে নেচে-গেয়ে গানটিকে আরো আপন করে নিয়েছে।

চলতি বছর রবির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর এটিই বাংলাদেশের প্রথম বিশ্বকাপ। এর আগে ২০১৫ সালে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট দলের গর্বিত স্পন্সর হয় রবি। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে ২০টি দল। গ্রুপ পর্বে বাংলাদেশ খেলবে শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে।

(ঢাকাটাইমস/৩১মে/এলকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে বাজার দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি কর্মী নিহত  
Celebrating Mother’s Day: A Tribute to the Strength and Love of Working Mothers
‘সীমান্তে পুশইন নিয়ে সরকার নীরব, কোথায় পাওয়ারফুল খোদা বখস: রিজভী
বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবির হাতে নারী-শিশুসহ আটক ১৪
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা